বিয়ের পর নবদম্পতির জন্য যে দোয়া করতেন নবীজি (সা.)
নিশি রহমান | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:০৮
মানবজীবনের স্বভাগত পরিচ্ছন্নতা, মানসিক ভারসাম্য ও চারিত্রিক পবিত্রতার অন্যতম উপায় বিয়ে। বিয়ে করার জন্য যুবকদের প্রতি বিশ্বনবি ঘোষণা করেছেন-
‘হে যুবক সম্প্রদায়! তোমাদের মধ্যে যারা বিয়ে করতে সক্ষম, তারা যেন বিয়ে করে নেয়। কারণ বিয়ে মানুষের দৃষ্টি অবনত রাখতে এবং গোপনাঙ্গের হেফাজতে অধিক কার্যকর। আর যে ব্যক্তি বিয়ে করতে অক্ষম সে যেন রোজা রাখে। কেননা রোজা তার যৌনক্ষুধাকে অবদমিত করে।’ (মিশকাত)
আরও পড়ুন>>> ভূমিকম্প সম্পর্কে মহানবী (সা.) কি বলেছিলেন?
বিয়ের মাধ্যমে মানুষ নতুন জীবনে পদার্পণ করে। এসময় নতুন বর ও কনেকে অভিবাদন জানায় সবাই। তাদের জন্য বরকত ও কল্যাণের দোয়া করা সুন্নত। রাসুল (সা.) নবদম্পতির জন্য একটি দোয়া পড়তেন। তা হলো-
بَارَكَ اللَّهُ لَكَ، وَبَارَكَ عَلَيْكَ، وَجَمَعَ بَيْنَكُمَا فِي خَيْرٍ
উচ্চারণ : বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর।
অর্থ : আল্লাহ তোমার জন্য (এই বিয়েকে) বরকতপূর্ণ করুন, তোমার ওপর বরকত বর্ষণ করুন এবং তোমাদের উভয়কে কল্যাণের সঙ্গে মিলিত রাখুন।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রিয় নবীর শেখানো দোয়ার মাধ্যমে নব দম্পতির কল্যাণে দোয়া করার তাওফিক দান করুন। আমিন।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।