হজ করতে টেকনাফ থেকে হেঁটে মক্কা যাচ্ছেন জামিল!
শাকিল খান | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৩, ১৮:০৮
পবিত্র হজ পালন করতে পায়ে হেঁটে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন কক্সবাজারের টেকনাফ উপজেলার ৪৮ বছর বয়সী মোহাম্মদ জামিল।
শনিবার সকালে টেকনাফ পৌরসভার জিরো পয়েন্ট থেকে থেকে হেঁটে রওনা দেন। তিনি টেকনাফ আইডিয়াল পাবলিক স্কুলের প্রধান শিক্ষক। টেকনাফ পৌরসভার কায়ুকখালীয়া পাড়ায় তাঁর বাড়ি।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আদনান চৌধুরী বলেন, ‘আজকে টেকনাফ থেকে এক শিক্ষক পবিত্র হজ পালন করতে পায়ে হেঁটে সৌদি আরবের উদ্দেশে রওনা দিয়েছেন। এটি খুব প্রশংসনীয় ও দুঃসাহসিক উদ্যোগ। আমরা তার সফলতা কামনা করি।’
এ বিষয় মোহাম্মদ জামিল বলেন, আগামী ২০২৪ সালে অনুষ্ঠিত হজ পালনের উদ্দেশ্যে আমার এই সফর। প্রথম দিনে ৩০ কিলোমিটার হেঁটে টেকনাফের হোয়াইক্যংয়ে পৌঁছাই।
তিনি আরও বলেন, বেনাপোল সীমান্ত দিয়ে ভারত প্রবেশ করব। এরপর পাকিস্তান, ইরান, দুবাই ও সৌদি আরবের মাটিতে হেঁটে আগামী হজ মৌসুমের আগেই মক্কায় পৌঁছে যাব ইনশাল্লাহ। প্রায় ৮ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে আরব আরবে পৌঁছানোই হচ্ছে আমার স্বপ্ন।
বিভিন্ন ভাষায় পারদর্শী জামিল বলেন, ‘লোক দেখানো নয়। আল্লাহ এবং তার রাসূল (সা:)-কে সন্তুষ্ট করার লক্ষ্যেই আমার এ সফর।’
বিষয়: হজ মক্কা newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।