মসজিদ-ই-নববীতে প্রতিদিন ৩০ টন সুগন্ধি ব্যবহার
শাকিল খান | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৪, ১৪:৩১
মদিনার পবিত্র মসজিদে নববীতে প্রতিদিন ৩০ টন (৩০ হাজার লিটার) সুগন্ধি ব্যবহার করা হয়। এছাড়া মসজিদের ভেতরের কার্পেট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন ১১৫ টন জীবাণুনাশক পদার্থ ব্যবহার করা হয়।
প্রতিদিন এখানে ৩০ টন পর্যন্ত সুগন্ধি ব্যবহৃত হয়। আর মেঝে জীবাণুমুক্ত রাখতে ১১০ টন ব্যবহার করা হয়। তা ছাড়া ছয় শতাধিক সরঞ্জাম দিয়ে জীবাণুমুক্তকরণ ও মেঝে পরিষ্কারের কাজ করা হয়। দক্ষ ও প্রশিক্ষিত কর্মীরা এসব কাজ সম্পন্ন করেন।
সাধারণত মক্কায় উমরাহ হজ পালন শেষে মুসল্লিরা মদিনার মসজিদে নববীতে যান। এছাড়া অনেকে হযরত মোহাম্মদ (সাঃ)-এর রওজা মোবারকও দেখতে যান।
আগামী বছরের ১৪ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সেই হিসাবে ১ মার্চ (২০ শাওয়াল) হজের ভিসা ইস্যু শুরু হয়ে ২৯ এপ্রিল শেষ হবে। ৯ মে (১ জিলকদ) থেকে সৌদি আরবে হজযাত্রীদের গমন শুরু হবে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।