শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কেন ইসলামী বক্তা থেকে টিকটকার হলেন ওমর ফারুক আজমি?

রায়হান রাজীব | প্রকাশিত: ২৩ এপ্রিল ২০২৪, ১৭:১০

ছবি: সংগৃহীত

সবার জীবনে আশা থাকে। স্বপ্ন নিয়েই মানুষ বেঁচে থাকে। কিন্তু সবার স্বপ্ন এক রকম হয় না।  কেউ ভুল পথ ছেড়ে সঠিক পথে ফিরেন। আবার কেউ সরল সোজা পথ ছেড়ে নষ্ট পথে পা বাড়ান। ভাগ্য মানুষকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারেন না। 

বলছি একজন ইসলামী আলোচকের কথা। যার ওয়াজ শুনতে জমায়েত হতেন লাখো ইসলামী জনতা। ওয়াজ শুনে দুচোখের পানি ফেলে প্রার্থনা করতেন। 

সেই মানুষটি হঠাৎ বদলে গেলেন। প্রখ্যাত মাওলানা থেকে হয়ে গেলেন টিকটকার। এতে ঘটলো যত বিপত্তি। আলোচনা থেকে সমালোচনার ঝড় বইলো নেট দুনিয়ায়।

বিতর্কিত সেই মানুষটির নাম ওমর ফারুক আল আজমী। জীবনের প্রথমে স্বপ্ন ছিলো বড় মাওলানা হবেন। কিন্তু হঠাৎ সবকিছু যেনও কাঁচের দেয়ালের মতো ভেঙ্গে পড়লো।

আট বছর ওয়াজ করেছেন। হেফজ পড়েছেন, দাওয়া সম্পন্ন করেছেন। ছিলেন তারকা বক্তা। এবার তিনি স্বপ্ন দেখেন সিনে জগতের তারকা হবেন। 

তিনি দাবি করেন, এখনও পথভ্রস্ট্র হননি। তবে মানসিকভাবে বড় ধাক্কা খেয়েছেন বলে নিজের পরিবর্তন এনেছেন। তিনি বিশ্বাস করেন, হেদায়েতের মালিক আল্লাহ। হয়তো তিনি এটা থেকে বঞ্চিত হয়েছেন। 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top