পিএসজির হলেন মেসি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২১, ১৯:৩৫
অবশেষে ফ্রান্সের ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি। মঙ্গলবার স্থানীয় সময় রাত ১০টার পরে (বাংলাদেশ সময় রাত ২টা) আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এ কথা জানিয়েছে পিএসজি।
আপাতত দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছে মেসি ও পিএসজি। অর্থাৎ ২০২৩ সালের জুন পর্যন্ত পিএসজির হয়েই খেলছেন মেসি। তবে দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর সুযোগ রাখা হয়েছে। ফ্রি এজেন্ট হিসেবে যোগ দেয়ায় মেসির বর্তমান চুক্তিতে ট্রান্সফার ফি'র কোনো বালাই ছিল না। পাশাপাশি তার বেতন-বোনাস সম্পর্কেও কিছু বলা হয়নি পিএসজির বিবৃতিতে।
তবে সংবাদমাধ্যমের খবর, প্রতি মৌসুমে কর বাদে তার বেতন হবে ২৫ মিলিয়ন ইউরো। অন্যান্য বোনাস মিলিয়ে সংখ্যাটা হবে প্রায় ৩৫ মিলিয়ন ইউরো। অর্থাৎ বার্সেলোনায় থাকতে যেমন আয় করতেন, তেমনই থাকছে মেসির আয়।
বুধবার বাংলাদেশ সময় বিকেল ৩টায় ক্লাবের মিলনায়তনে একটি সংবাদ সম্মেলনে সেখানেই লিওনেল মেসিকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে পিএসজি।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: পিএসজি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।