স্প্যানিশ লা লিগায় আলাভেসের বিপক্ষে বার্সার ড্র
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১ নভেম্বর ২০২০, ১৮:৪৩

স্পোর্টস ডেস্ক:
স্প্যনিশ লা লিগায় টানা ৪ ম্যাচে জয়শূন্য বার্সেলোনা। তারা যেন ভুলতেই বসেছে জয়ের স্বাদ। শনিবার(৩১ অক্টোবর) রাতে আলাভেসের মাঠে ১-১ গোলে ড্র করেছে বার্সা। তার আগে সেভিয়ার সঙ্গে ড্র করার পর গেতাফে ও রিয়াল মাদ্রিদের কাছে হেরে যায় রোনাল্ড কোম্যানের দল।
চলতি মৌসুমে বার্সা যেনো বড্ড অচেনা। সেভিয়ার সঙ্গে ড্র করার পর, গেতাফে ও রিয়াল মাদ্রিদের কাছে হেরে কোনঠাসা রোনাল্ড কোম্যানের দল।
এল ক্ল্যাসিকোতে লজ্জার হারের রেশ আলাভেস ম্যাচে। পিছিয়ে পড়ে কাতালানদের ড্র আর তাতে নতুন মৌসুমে ৬ রাউন্ডে ১০ পয়েন্ট হারালো আলোচিত রোনাল্ড কোম্যানের দল।
ম্যাচে বেশির ভাগ বল দখল বার্সার তারপরও লিড আলাভেসের। ৩১ মিনিটে লুইস রিওজার এগিয়ে দেন স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধে জোতার লাল কার্ডে ১০ জনে পরিণত হয় স্বাগতিকরা কাতালানদের সমতায় আসেন গ্রিয়েজম্যান কিন্তু এতে শুধু পরাজয় এড়িয়েছে ব্লগানাররা।
এই নিয়ে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের দ্বাদশ স্থানে আছে বার্সা।
এনএফ৭১/জেএস/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।