এমবাপ্পের নৈপুণ্যে পিএসজির জয়
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১ নভেম্বর ২০২০, ১৯:৩৩

স্পের্টস ডেস্ক:
ইনজুরির কারণে ছিটকে পড়া নেইমার জুনিয়রের অভাব পূরন করলেন কিলিয়ান এমবাপ্পে। তার নৈপুণ্যে নান্তেসে উড়িয়ে দিল পিএসজি।
শনিবার(৩১ অক্টোবর) রাতে ঘরের মাঠে নান্তেসেকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। এ ম্যাচে এমবাপ্পে ছাড়াও গোলের দেখা পেয়েছেন আন্দের হেরেইরা ও পাবলো সারাবিয়া।
ম্যাচের প্রথম থেকে নান্তেসেকে চেপে ধরা পিএসজি বেশ কয়েকটি দুর্দান্ত আক্রমণ শানায়। ১২ মিনিটে দানিলো পেরেইরার হেডে পোস্টের বাইরে দিয়ে চলে যায় বল। এর ৩ মিনিট পরেই সুযোগ পেয়ে গিয়েছিল নান্তেস। কিন্তু ৬ গজ বক্সের ফাঁকে বল পেয়েও ঠিকমতো পা ছোঁয়াতে পারেননি মোজেজ সিমোন।
২৭তম মিনিটে সতীর্থের বাড়ানো বল ডি-বক্সে পেয়েও এমবাপ্পে পারেননি লক্ষ্যভেদ করতে। বিরতির আগে সারাবিয়ার ক্রসে পা ছোঁয়াতে ব্যর্থ তিনি।
ম্যাচ শুরুর বিরতির পরই এগিয়ে যায় পিএসজি। এমবাপ্পের পাস ধরে ডি-বক্সের ভেতর থেকে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান হেরেইরা। ৬৫তম মিনিটে প্রতিপক্ষের ডিক-বক্সে ফাউলের শিকার হন এমবাপ্পে। তা থেকেই গোল করে ব্যবধান বাড়ান তিনি।
৭০তম মিনিটে পেনাল্টি পেয়েও গোল করতে ব্যর্থ হন নান্তেসের কাদের বাম্বা। খেলার শেষ বাঁশি বাজার আগে ব্যবধান আরও বাড়ান সারাবিয়া।
এ পর্যন্ত টানা ৭ ম্যাচে জয় পাওয়া পিএসজি ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। আর সমান ১৮ পয়েন্ট নিয়ে দু’য়ে লিল এবং তিনে আছে রেন।
এনএফ৭১/জেএস/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।