ওমানে প্রস্তুতি ম্যাচ জিতলো বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৯ অক্টোবর ২০২১, ২০:০৫
শুক্রবার (৮ অক্টোবর) ওমানের বিপক্ষে আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে অনানুষ্ঠানিক ম্যাচ শুরু হয় বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। বাংলাদেশ আগে ব্যাট করে ৪ উইকেট হারিয়ে ২০৭ রান তোলে। টার্গেটে খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৭ রান তোলে ওমান ‘এ’ দল। বাংলাদেশ একাদশ ৬০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে।
টার্গেটে খেলতে নেমে শুরুতেই নাসুম আহমেদ ও মেহেদী হাসানের ঘূর্ণির শিকার হন ওমানের দুই ওপেনার। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও একপাশ আগলে রাখার চেষ্টা করেন শোয়াইব খান। তিনিই ৩৯ বলে সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেন। বল হাতে বাংলাদেশের হয়ে শরিফুল ইসলাম সর্বোচ্চ ৩ উইকেট পেলেও ৪ ওভারে ৩০ রান দিয়েছেন। এ ছাড়া ১টি করে উইকেট নেন নাসুম, মেহেদী ও আফিফ হোসেন। আফিফ মাত্র ১ ওভার বোলিং করে ৪ রান দিয়ে নেন ১ উইকেট।
লিটন আউট হলে মাত্র ৮ রানের ব্যবধানে হারায় ৩ উইকেট বাংলাদেশ। সৌম্য সরকার ৮ বলে ৮ ও আফিফ হোসেন বলে ৬ রান করলেও মুশফিকুর রহিম প্রথম বলেই ফেরেন শূন্যরানে। নাঈম রিটায়ার্ড হয়ে ফিরলে ক্রিজে আসেন শামীম। এরপর সোহান-শামীম মিলে ইনিংস শেষ করে আসেন। ওমানের হয়ে ২টি করে উইকেট নেন আমির কলিম ও সামি শ্রীবাস্তব। ইনিংসের প্রথম দুই বলেই নো-ওয়াইড দেওয়া রাফিউল্লাহ ৪ ওভারে দেন ৪৮ রান।
নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এই ম্যাচে খেলেননি। অধিনায়কত্ব করেছেন লিটন কুমার দাস। এ ছাড়া দলে ছিলেন না তাসকিন আহমেদও। তবে বদলি খেলোয়াড় হিসেবে ছিলেন আমিনুল ইসলাম বিপ্লব ও রুবেল হোসেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।