যথাযথ সম্মান না পাওয়ায় খেলবেন না কামরান
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ০০:৫১

রবিবার হতে পারতো আকমল পরিবারের বিশেষ একটি দিন। কিন্তু কামরান আকমল যথাযথ সম্মান না পাওয়ায় তা আর হলো না। দীর্ঘদিন পর নিষেধাজ্ঞা কাটিয়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দল পেয়েছেন উমর আকমল। পাশাপাশি দল পেয়েছিলেন তার বড় ভাই কামরানও।
তবে প্লেয়ার্স ড্রাফটে অবনমন হতে হতে প্লাটিনাম থেকে সিলভারে নেমে যাওয়ায় এবারের পিএসএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল। উমরের মতো দল পেলেও, আত্মসম্মানের কথা ভেবে নিজের নাম সরিয়ে নিয়েছে ৩৯ বছর বয়সী এ ক্রিকেটার।
পিএসএলের গেল ছয় মৌসুমে পেশোয়ার জালমির হয়ে খেলেছেন কামরান। যেখানে টুর্নামেন্টের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ১৮২০ রান করেছেন তিনি। এমনকি পিএসএল ইতিহাসে সর্বোচ্চ তিন সেঞ্চুরির মালিক কামরান। প্রতি আসরেই দেখিয়েছেন রান করার নজির।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: আকমল কামরান আকমল উমর আকমল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।