নিকোলাস ওটামেন্ডি বাড়িতে ডাকাতি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ০০:৩১

নিজ বাড়িতেই মারধর ও ডাকাতির শিকার হয়েছেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। স্থানীয় সময় সোমবার ভোরে তার পর্তুগালের বাড়িতে ঘটেছে এই ঘটনা। তবে ওটামেন্ডি ও তার পরিবারের সদস্যরা সুস্থ ও নিরাপদ আছেন এখন।
পর্তুগিজ সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, বাড়িতে ঢোকার মুখে চারজন দুর্বৃত্ত ওটামেন্ডিকে মারধর করেন এবং গলায় বেল্ট বেঁধে দেন। পরে জোর করে ঘরের দরজা খোলায় তারা। ওটামেন্ডির স্ত্রী-সন্তানরা ভয়ার্ত অবস্থায় বসে ছিলেন ঘরের মধ্যে।
এরপর আর্জেন্টাইন ডিফেন্ডারের কাছ থেকে নগদ অর্থ ও কয়েকটি ঘড়ি নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ওটামেন্ডির ক্লাব বেনফিকাও এ খবর নিশ্চিত করেছে। এরই মধ্যে এ বিষয়ে পর্তুগিজ জুডিশিয়ারি পুলিশ তদন্ত শুরু করেছে।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়: নিকোলাস ওটামেন্ডি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।