পাঁচ দলের এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি শুরু আজ
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২১, ০২:২৩

শুরু হচ্ছে এশিয়ান হকির সবচেয়ে জমজমাট আর মর্যাদাপূর্ণ আসর চ্যাম্পিয়ন্স ট্রফি। প্রথম দিন হবে দুই ম্যাচ। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় মওলানা ভাসানী স্টেডিয়ামে, পাওয়ার হাউস ভারতের মুখোমুখি দক্ষিণ কোরিয়া। একই মাঠে সন্ধ্যা ৬টায় পাকিস্তানের প্রতিপক্ষ জাপান। এই আসর সফলভাবে আয়োজন করে ভবিষ্যতে আরও বড় আসরের স্বাগতিক হতে চায় বাংলাদেশ।
ঢাকার মাঠে এর আগে কখনোই হয়নি এত বড় আয়োজন। তাইতো পাল্টে গেছে গোটা পরিবেশ। দলগুলো ঝালিয়ে নিচ্ছে শেষ মুহূর্তে। স্বাগতিক হওয়ার সুবাদে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই প্রথমবার অংশ নিচ্ছে লাল-সবুজ। শেষ মুহূর্তে মালয়েশিয়া নাম প্রত্যাহার করে নেয়ায়, টুর্নামেন্টের সূচিতে এসেছে পরিবর্তন। র্যাংকিংয়ের জুজুর ভয় পাশ কাটিয়ে ইতিবাচক খেলা উপহার দিতে চান বাংলার কাপ্তান।
কোভিডকালে চ্যাম্পিয়ন্স ট্রফির সফল আয়োজন বাংলাদেশকে দ্বার খুলে দেবে ভবিষ্যতে আরও বড় টুর্নামেন্টের স্বাগতিক হতে। তাইতো নানা পরিকল্পনা বাংলাদেশ হকি ফেডারেশনের। ৫ দলের এই টুর্নামেন্টের ম্যাচগুলো হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। ফাইনাল ১৯ ডিসেম্বর।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: হকি এশিয়ান হকি
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।