বাংলাদেশ-ভারত ফাইনাল আজ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২১, ০১:৩৩

বাংলাদেশ-ভারত ফাইনাল আজ

সাফ অনুর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের প্রথম আসরের শিরোপাটা নিজের করে নিতে বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় কমলাপুর স্টেডিয়ামে লড়বে বাংলাদেশ-ভারত।

টুর্নামেন্টে এখনো পর্যন্ত কোনো গোল হজম না করায় আত্মবিশ্বাসের তুঙ্গে আছে বাংলাদেশ। তার ওপর গ্যালারি থেকে সমর্থকদের উৎসাহ যোগ করছে বাড়তি মাত্রা। ফাইনালে সেই সমর্থকরাই পার্থক্য গড়ে দিতে পারেন বলে মনে করছেন ভারত কোচ অ্যালেক্স অ্যাম্বে্রাস।

তিনি বলেন, ‘ফাইনাল সবসময় কঠিন, বিশেষ করে স্বাগতিকদের বিপক্ষে। সমর্থনের দিক থেকে এগিয়ে থাকবে বাংলাদেশ। তাই আমাদের খেলোয়াড়দের এটাই সময় নিজেদের ক্যারেক্টার শো করা এবং চাপ মেনে নিয়েই দারুণ কিছু করে দেখানো।’

প্রতিপক্ষকে নিয়ে বাংলাদেশের কোচের কণ্ঠেও একই সুর। পুরো টুর্নামেন্টে যেভাবে খেলে এসেছেন ফাইনালেও সেই একইভাবে পরাস্ত করে শিরোপায় চুমু দিতে চান তিনি, ‘ভারত অবশ্যই শক্তিশালী দল। তবে আশা করছি আমরাই জয়লাভ করে মাঠ ছাড়ব। আত্মবিশ্বাসের ঘাটতি দেখছি না। সবচেয়ে ভালো দিক যে, আমাদের বদলি খেলোয়াড়রাও মাঠে এসে নিজেদের সেরাটা দিচ্ছে।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top