করোনায় ৩ মাস পেছাল নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২০, ১৯:৫৪

স্পোর্টস ডেস্ক:
করোনা মহামারিতে নারী টি-টুয়েন্টি বিশ্বকাপ তিন মাস পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় শুরু হবে এবারের আসর।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২২ সালে নারীদের মেজর টুর্নামেন্টের মধ্যে শুধু ওয়ানডে বিশ্বকাপ ও কমনওয়েলথ গেমস আয়োজিত হবে। নিউজিল্যান্ডে বসবে নারীদের ওয়ানডে বিশ্বকাপের আসর আর কমনওয়েলথ গেমসের আয়োজক ইংল্যান্ড।
আগের সূচি অনুযায়ী, ২০২২ সালের নভেম্বরে বসার কথা ছিল পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। কিন্তু করোনার কারণে তা ২০২২ সালের নভেম্বর পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।