মেসিকে ছাড়া ড্র করেছে পিএসজি
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২২, ০১:২৯
করোনা আক্রান্ত হয়ে মেসি লিওঁর বিপক্ষে খেলবেন না সেটি আগেই জানা ছিল। তাকে ছাড়া খেলতে নেমে জয়ও পায়নি পিএসজি। শুরু থেকে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠা ম্যাচটিতে সুযোগ তৈরি হয়েছিল অনেক। কিন্তু শেষ পর্যন্ত দুদলকেই মাঠ ছাড়তে হয়েছে ড্র করে।
রবিবার (৯ জানুয়ারি) রাতে প্রতিপক্ষের মাঠে অলিম্পিক লিওঁর বিপক্ষে লিগ ওয়ানের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। শুরুতে লুকাস পাকেতার গোলে পিছিয়ে পড়ে পিএসজি। পরে তাদের হয়ে সমতা টানেন টিলো কেরার। গোলের উদ্দেশ্যে ১৫টি শট নেয় পিএসজি। লক্ষ্যে ছিল অবশ্য মাত্র তিনটি। লিওর ১১ শটের ৪টি লক্ষ্যে ছিল।
ম্যাচের ৭ম মিনিটে গোল হজম করেন পিএসজির গোলরক্ষক। বিরতির তিন মিনিট আগে ভাগ্য সহায় হয়নি পিএসজির। কর্নারের পর ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন কিলিয়ান এমবাপে। কিন্তু তার শট ফিরে আসে পোস্টে লেগে। ১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় লিওঁ।
বিরতির পরপর ৭৬তম মিনিটে এসে অবশেষে সমতায় ফেরে পিএসজি। ফাঁকায় বল পেয়ে টিলো কেরারের নিচু শট পা বাড়িয়ে ঠেকানোর চেষ্টা করেন লিওঁ গোলরক্ষক, উল্টো তার পায়ে লেগেই বল জড়িয়ে যায় জালে। এরপর বাকি সময়ে আর গোল হয়নি। ড্র করলেও লিগ ওয়ানে শীর্ষেই আছে পিএসজি।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: পিএসজি লিওঁ psg lyon leonel messy
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।