বঙ্গবন্ধু টি টুয়েন্টি কাপের প্রথম আসর শুরু দুপুরে

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০, ১৪:৩৮

স্পোর্টস ডেস্ক:

দুপুরে শুরু হচ্ছে বহুল প্রতিক্ষীত বঙ্গবন্ধু টি টুয়েন্টি কাপ। দেশি ক্রিকেটারদের প্রমানের মঞ্চ এ টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচে মিরপুরে দুপুর দেড়টায় মুখোমুখি হবে বেক্সিমকো ঢাকা ও মিনিস্টার রাজশাহী। দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ৬টায় ফরচুন বরিশালের প্রতিপক্ষ জেমকন খুলনা।

যেনো দীর্ঘ অপেক্ষার পর ক্রিকেট ফিরছে, অথচ মাত্র কয়দিন আগেও প্রেসিডেন্টস কাপ সরব করেছিল এই সবুজ প্রাঙ্গন। ক্রিকেটারদের প্রস্তুতি কিংবা সিরিয়াসনেস বিপিএল ছাড়া আর কোনো ঘরোয়া টুর্নামেন্টেই হয় না, বঙ্গবন্ধু টি টুয়েন্টি কাপ শুরুর আগে তাই নতুন উচ্চতায়।

আসরের একমাত্র অপূর্ণতা দর্শক প্রবেশাধিকার না থাকা। কিন্তু চ্যালেঞ্জটা টিভি পর্দায় কোটি মানুষকে দেখানোর। দেশসেরা ৮০ ক্রিকেটার ৫ দলে ভাগ হয়ে ২৫ দিনে ২৪ ম্যাচের উৎসবে মেতে ওঠার অপেক্ষায়।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top