ফিফা বর্ষসেরার দৌড়ে মেসি, রোনালদো, সালাহ, লেভানদোভস্কি
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২০, ২০:৩১
স্পোটস ডেস্ক:
২০২০ সালের বর্ষসেরা ‘ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে’র চূড়ান্ত সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। গতবারের বিজয়ী লিওনেল মেসির সঙ্গে এবার যুক্ত হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, রবার্ট লেভানদোভস্কি ও মোহাম্মদ সালাহ। আগামী ১৭ ডিসেম্বর জনসাধারণের ভোটে দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
বুধবার (২৫নভেম্বর) ১১ জনের এই সংক্ষিপ্ত তালিকায় আরও রয়েছেন পিএসজির দুই তারকা নেইমার ও কাইলিয়ান এমবাপ্পে, লিভারপুলের থিয়াগো আলকান্তারা, সাদিও মানে ও ভার্জিল ফন ডাইক, ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনা এবং রিয়াল মাদ্রিদের অধিনায়ক সার্জিও রামোস।
এদিকে, শুরু হওয়া এই সংক্ষিপ্ত তালিকা থেকে সেরা খেলোয়াড় বাছাইয়ে ভোটিং কার্যক্রম চলবে ৯ ডিসেম্বর পর্যন্ত।
প্রসঙ্গত, গত বছর ফন ডাইক ও রোনালদোকে হারিয়ে ফিফার বর্ষসেরা হয়েছিলেন মেসি। এবার আর্জেন্টাইন ফরোয়ার্ডকে টেক্কা দিতে এগিয়ে রয়েছেন বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার লেভানদোভস্কি। গত মৌসুমে জার্মান চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দিয়ে এরই মধ্যে উয়েফা বর্ষসেরার খেতাব অর্জন করেছেন।
তৃতীয়বার এই পুরস্কার জয়ের জন্য রোনালদোকেও অন্যতম প্রার্থী মনে করা হচ্ছে। এছাড়া পিএসজিকে গতবারের চ্যাম্পিয়নস লিগে প্রথমবার ফাইনালে উঠিয়ে এই লড়াইয়ে ভালোভাবে আছেন নেইমার ও এমবাপ্পে।
এনএফ৭১/এবিআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।