ম্যারাডোনার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ১৩:৫৫

ইন্টারন্যাশনাল ডেস্ক:

কিংবদন্তি ফুটবল মহানায়ক ম্যারাডোনার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে আর্জেন্টিনা।

দেশটির প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ এ ঘোষণা দেন। বুধবার থেকে এ শোক শুরু হয়েছে।

প্রেসিডেন্ট শোক ঘোষণার এক বার্তায় বলেন, আপনি আমাদের বিশ্বের মধ্যে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। আমাদের ভাসিয়েছিলেন আনন্দের বন্যায়। আপনি ছিলেন সর্বকালের সেরা। আপনার আগমনের জন্য ধন্যবাদ, দিয়েগো। আমরা সারাজীবন আপনাকে স্মরণ করবো।

তিনি আরও বলেন, আমার সন্দেহ হয় ম্যারাডোনার মতো খেলোয়াড় আমরা হয়তো আর দেখবো না।

প্রসঙ্গত, বুধবার (২৫ নভেম্বর) দুপুরে না ফেরার দেশে পাড়ি জমান আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবল মহানায়ক ম্যারাডোনা।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top