শেষ শ্রদ্ধা জানাতে প্রেসিডেন্ট কার্যালয়ে ম্যারাডোনার মরদেহ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২০, ১৯:৩৫

স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টিনার ফুটবল কিংবদন্তির মহানায়ক ডিয়াগো ম্যারাডোনার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ নেওয়া হয়েছে বুয়েন্স আয়ার্সে অবস্থিত প্রেসিডেন্টের কার্যালয় কাসা রোসাদায়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে আগামী ৩ দিন এখানেই রাখা হবে এই ফুটবল কিংবদন্তির মরদেহ।আর্জেন্টিনার সংবাদমাধ্যমের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নিউজফ্ল্যাশ৭১

প্রতিবেদনে বলা হয়, কাসা রোসাদায় ম্যারাডোনার মরদেহ রাখার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তার আগে বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় বুয়েন্স আয়ার্সের তিগ্রেতে নিজ বাসভবন থেকে ময়নাতদন্তের জন্য সান ফার্নান্দোর একটি মর্গে নিয়ে যাওয়া হয় তার মরদেহ।

নিউজফ্ল্যাশ৭১

এই মহানায়ককে শেষ শ্রদ্ধা জানানোর জন্য ইতিমধ্যে হাজারো মানুষ লাইনে দাঁড়িয়েছেন। তার ভক্তরা ক্লাবের স্টেডিয়ামের দেয়ালে তার ছবি এঁকে স্মরণ করছে তাকে।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top