করোনায় আক্রান্ত বঙ্গবন্ধু টি-টুয়েন্টির রিজার্ভ আম্পায়ার
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০, ১৭:১৬
স্পোর্টস ডেস্ক:
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের রিজার্ভ আম্পায়ার আলী আরমান কোভিড-১৯ পজিটিভ হয়েছেন বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২৮ নভেম্বর) রিজার্ভ আম্পায়ার হিসেবে দিনের দুই ম্যাচে দায়িত্ব পালন করার কথা ছিল তার। কিন্তু করোনা আক্রান্ত হওয়ায় হোটেল ত্যাগ করেছেন তিনি।
শনিবার চট্টগ্রাম বনাম জেমকন খুলনা এবং ফরচুন বরিশাল বনাম মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচ দিয়ে প্রধান আম্পায়ারদের ব্যাক-আপ হিসেবে টুর্নাামেন্টে অভিষেক হওয়ার কথা আরমানের।
রিজার্ভ আম্পায়ার করোনায় আক্রান্ত হওয়ার বিষয়ে বিসিবি’র প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আলী আরমান করোনা পজিটিভ হয়েছেন এবং ফলস্বরূপ তিনি হোটেল ছেড়ে নিজ বাড়িতে চলে গেছেন।’
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।