ম্যারাডোনার ব্যক্তিগত চিকিৎসকের বাড়ি ও ক্লিনিকে তল্লাশি
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২০, ১৩:১৫
 
                                        ইন্টারন্যাশনাল ডেস্ক:
ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর তদন্তে ব্যক্তিগত চিকিৎসক লিওপোল্ডো লুকের সম্পত্তি অনুসন্ধানে নেমেছেন দেশটির বিচার বিভাগের কর্মকর্তারা।
রোববার (৩০ নভেম্বর) আদালতের নির্দেশে লিওপোল্ডো লুকের বাড়ি এবং তার প্রাইভেট ক্লিনিকে তল্লাশি চালিয়েছে পুলিশ।
আর্জেন্টিনার এই ফুটবল ইশ্বরের নিকট আত্মীয়স্বজনসহ অন্যদের বক্তব্য গ্রহণের ভিত্তিতেই এ তল্লাশি চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।
বুয়েন্স আয়ার্সের এক প্রসিকিউটর অফিসের বিবৃতিতে বলা হয়, সান ইসিদ্রোর প্রসিকিউটররা ম্যারাডোনার মৃত্যুর তদন্ত ও তার ব্যক্তিগত চিকিৎসকের সম্পত্তি অনুসন্ধানের অনুরোধ করেন এবং তাতে স্থানীয় বিচারকের স্বাক্ষর রয়েছে। এই তদন্তের জন্য গত ২৮ নভেম্বর ম্যারাডোনার নিকট আত্মীয়স্বজনসহ অন্যদের বক্তব্য নেয়া হয়। এর ভিত্তিতেই চিকিৎসক লিওপোলদো লুকের বাসা ও ক্লিনিকে অনুসন্ধান চালানো জরুরি বলে মনে হয়েছিল।
প্রসঙ্গত, ম্যারাডোনার মৃত্যুর দিন থেকেই তার চিকিৎসায় নিয়োজিত থাকা হাসপাতাল ও চিকিৎসকদের ওপর আঙুল তুলেছেন কিংবদন্তি ফুটবলারের আইনজীবী ম্যাটিয়াস মোরলা। চিকিৎসকদের অবহেলা ও বাড়িতে অ্যাম্বুলেন্স আসতে অতিরিক্ত সময় নিয়েছে অভিযোগ এনে ম্যারাডোনার মৃত্যুর তদন্তের আহ্বান জানিয়ে আসছিলেন তিনি।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:

 ভিডিও
                                        গ্যালারী
 ভিডিও
                                        গ্যালারী 
                     
                                     
                                     
                                     
                                     
                                    
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।