মেসির সঙ্গে আরও একবার খেলতে চান নেইমার

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৩ ডিসেম্বর ২০২০, ১৫:২৭

স্পোর্টস ডেস্ক:

লিওনেল মেসির সঙ্গে আরেকবার খেলতে চান বলে জানিয়েছেন নেইমার। অনেকটা বোমা ফাটিয়েই এমনটি জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। আর এটি আগামী মৌসুমেই হবে বলে জানান তিনি।

চ্যাম্পিয়নস লিগে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে জয়ের পর নেইমার বলেন, ‘আমি যেই জিনিসটা সবচেয়ে বেশি চাই, তা হলো মেসির সঙ্গে আরও একবার খেলা। তার সঙ্গে মাঠের সময়টা উপভোগ করি। ’

তিনি বলেন, ‘সে আমার জায়গায় খেলতে পারে। তার কোনো সমস্যা নেই, আমি নিশ্চিত। আমি তার সঙ্গে আবারও খেলতে চাই এবং আমি এটা নিশ্চিত যে, পরের মৌসুমেই। আমাদের এটা করতে হবে। ’

এর আগে বার্সেলোনায় মেসির সঙ্গে চার বছর ড্রেসিরুম ভাগাভাগি করেছেন নেইমার। পরে কাতালান জায়ান্ট ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে পাড়ি দেন তিনি।

যদিও নেইমার বলেননি কোন দলে মেসির সঙ্গে একইসাথে খেলতে চান। তবে আর্জেন্টাইন অধিনায়কের সঙ্গে আরও একবার মাঠ মাতানোর ব্যাপারটি লুকিয়ে রাখতে পারেননি বিশ্বের সবচেয়ে দামি এই ফরোয়ার্ড।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top