বিশ্বকাপ বাছাই: রাতে কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২০, ১৪:৪১
স্পোর্টস ডেস্ক:
বিশ্বকাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচে রাতে শক্তিশালী কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ। হোম ম্যাচে ঢাকায় ২-০ গোলে হেরেছিল লাল-সবুজ। এবার এশিয়ার চ্যাম্পিয়নদের রুখে দেয়ার চ্যালেঞ্চ জামাল-জীবনদের। দোহার আব্দুল্লাহ বিন খলিফা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।
শেষ মুহূর্তে দলের সঙ্গী হয়ে হেড কোচ জেমি ডে জানিয়েছেন, শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত শিষ্যরা। আত্মবিশ্বাসী জামাল ভূঁইয়াও। বিপরীতে হোম ম্যাচে জয়ের লক্ষ্যে নামতে চায় কাতার।
দলের বর্তমান অবস্থা সম্পর্কে অধিনায়ক জামাল ভূঁইয়া জানান, দলের অবস্থা অনেক ভালো এখন। পাঁচ সপ্তাহ আমরা কঠোর পরিশ্রম করেছি। চারটি ম্যাচ খেলেছি আমরা। তাই ফিটনেস লেভেল এখন খুবই ভালো। সবাই মোটামুটি ফিট আছে। জামালের আত্মবিশ্বাস, ড্র করতে পারবেন তারা। যদিও কাতার অনেক শক্তিশালী দল। ওরা এশিয়া চ্যাম্পিয়ন। এক পয়েন্ট পেলে সেটা আমাদের জন্য দারুণ হবে।
কাতার সফরে গিয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচেই ডিফেন্সের ভুলে গোল খেয়েছে বাংলাদেশ। সেই ভুলগুলো সম্পর্কে বাংলাদেশ অধিনায়কের মত, শুধু ডিফেন্ডার কিংবা মিডফিল্ডার না, খেলায় সবাই ভুল করতে পারে। স্ট্রাইকাররাও ভুল করতে পারে।
বাংলাদেশ ও কাতার-ফুটবলে দুই দেশের পার্থক্য আকাশ আর পাতাল। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের থেকে ১২৫ ধাপ এগিয়ে কাতার।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।