ম্যারাডোনার নামে নাপোলির স্টেডিয়াম

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২০, ১৭:৫০

স্পোর্টস ডেস্ক:

কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনার নামে নিজেদের স্টেডিয়ামের নাম রাখলো ইতালিয়ান ক্লাব নাপোলি। ‘স্তাদিও সান পাওলো’র নাম পরিবর্তন করে সদ্য প্রয়াত দিয়েগো ম্যারাডোনার নামে তা রাখা হয়েছে।

নাপোলি সিটি কাউন্সিল বিষয়টি অনুমোদন দেয়ায় এখন থেকে নাপোলি ক্লাবের স্টেডিয়ামটি পরিচিত হবে ‘স্তাদিও দিয়েগো আরমান্দো ম্যারাডোনা’ নামে।

ফুটবল ঈশ্বরের মৃত্যুর পর নাপোলির মালিক অরেলিও দে লরেন্তিস এক খোলা চিঠিতে তাদের স্টেডিয়ামের নতুন নামকরণের প্রস্তাব দেন। আর তাতে সমর্থন দেন নেপলসের মেয়র লুইগি দে ম্যাজিস্ট্রিস। এরই প্রেক্ষিতে ফুটবল কিংবদন্তির নামে নাপোলির স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হল।

ছিয়াশির মহানায়ক ১৯৮৪ সালে বার্সেলোনা ছাড়ার পর ইতালিয়ান ক্লাবটিতে যোগ দেন। নিজের অসাধারণ ফুটবল প্রতিভার স্বাক্ষর রেখে অপেক্ষাকৃত দুর্বল দল হিসেবে পরিচিত নাপোলি ক্লাবকে ১৯৮৭ ও ১৯৯০ সালে দু’বার সিরি’ আ জেতান দিয়েগো ম্যারাডোনা।

নাপোলিবাসীর জন্য যা ছিল স্বপ্ন, সেটাকেই বাস্তবে রূপ দিয়েছিলেন সেবার ফুটবল ঈশ্বর। এখনও সেই স্মৃতি অম্লান নেপোলিবাসীর কাছে। আর্জেন্টাইন ফুটবলার হলেও দিয়েগো ম্যারাডোনাকে নিজেদের ঘরের মানুষই মনে করেন সেখানকার মানুষ। নাপোলির জার্সিতে মোট ৭ বছর খেলেছিলেন তিনি।

সিরি আ ছাড়াও ক্লাবটিকে তিনি ১৯৮৭ সালে কোপা ইতালিয়া এবং ১৯৮৯ সালে উয়েফা কাপ জেতান। গত ২৫ নভেম্বর ৬০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার এবং কোচ ম্যারাডোনা।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top