রাতে মেসির মুখোমুখি রোনালদো
ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২০, ১৭:৩৪

স্পোর্টস ডেস্ক:
কে সেরা, এ নিয়ে তর্ক বহুদিনের। মেসি এখনও রয়েছেন বার্সেলোনায়; কিন্তু ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে গেছেন জুভেন্টাসে। যে কারণে এই দু’জনের দ্বৈরথ দেখা যায় না প্রায় আড়াই বছরেরও বেশি সময় ধরে। এখন ভরসা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচই। তাও, রোনালদো রিয়াল ছাড়ার আড়াই বছর পর আবার মুখোমুখি হচ্ছেন বিশ্বের সেরা এই দুই তারকা।
একসময়ে ন্যু ক্যাম্প বহুবার দেখেছে দুই তারকার লড়াই। আজ মঙ্গলবার রাতে আরও একবার লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো একে অপরের মুখোমুখি সেই ন্যু ক্যাম্পেই।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সামনে জুভেন্টাস। দুই দলের সাক্ষাতের চেয়ে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে মেসি-রোনালদো দ্বৈরথ।
২০১৮ সালের ৬ মে ন্যু ক্যাম্পে সর্বশেষ একে অপরের মুখোমুখি হয়েছিলেন মেসি এবং রোনালদো। লা লিগার ম্যাচ ছিল সেটি। সবচেয়ে মজার বিষয় হলো দু’জনের মুখোমুখি সেই ম্যাচে কেউ জেতেনি। ২-২ গোলে ড্র হয়েছিল। মেসি এবং রোনালদো, দু’জনই গোল করেছিলেন একটি করে।
রিয়াল মাদ্রিদে খেলার সময়ে রোনালদো-মেসির দ্বৈরথ ঘিরে এল ক্লাসিকোয় উত্তেজনার পারদ চড়ে উঠতো। ২০১৮ সালের পর পরিস্থিতি পাল্টে যায়। রোনালদো ঠিকানা বদলে ফেলায় দ্বৈরথটাও যেন শেষ হয়ে যায়। চ্যাম্পিয়ন্স লিগের বদৌলতে আড়াই বছর পর আবারও সেই দ্বৈরথ এখন দেখার অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।
চ্যাম্পিয়ন্স লিগে এ যুগের দুই সেরা ফুটবল তারকার দ্বৈরথ ফিরছে আজ বাংলাদেশ সময় রাত দুটায়; কিন্তু ম্যাচের কিক অফের বাঁশি বাজার আগেই শুরু হয়ে গেল তাদের নিয়ে লড়াই।
সোমবার বার্সেলোনা তাদের টুইটারে একটি ছবি তুলে দেয়। মুখোমুখি বসে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি। মজার বিষয় হল, বার্সেলোনা তারকার পাশে থাকা আয়নার উপরের দিকে লেখা রয়েছে, ‘জিওএটি’ (গ্রেটেস্ট অব অল টাইম)।
এবারের চ্যাম্পিয়ন্স লিগে স্পেন এবং ইতালির দুই সেরা ক্লাবকে ফেলা হয় একই গ্রুপে। এই প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি রোনালদো- মেসি। প্রথম সাক্ষাতে অবশ্য দু’জনের দেখা হয়নি। তখন রোনালদো ছিলেন করোনা আক্রান্ত।
বার্সাও ম্যাচটা জিতে নিয়েছিল ২-০ গোলে। পেনাল্টি থেকে গোল করেছিলেন মেসি। এবার ন্যু ক্যাম্পে জিতে মধুর প্রতিশোধ নিতে চাইবেন রোনালদো। যদিও বার্সা ও জুভেন্টাস আগেই শেষ ষোলোয় খেলা নিশ্চিত করে ফেলেছে। গ্রুপ ‘জি’তে বার্সা (৫ ম্যাচে ১৫ পয়েন্ট) সবার উপরে।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।