যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগেই দুঃসংবাদ শুনতে হলো সাকিবকে
নিউজ ফ্লাশ ৭১ | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২০, ২৩:১০
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খুলনা জেমকনের হয়ে ফাইনালে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। পারিবারিক কারণে যুক্তরাষ্ট্রে ছুটে যাচ্ছিলেন সাকিব। কিন্তু সেখানে পৌঁছানোর আগেই দুঃসংবাদ শুনতে হলো তাকে।
শ্বশুর অসুস্থ থাকায় গত সোমবার (১৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের পথে উড়াল দেন সাকিব। কিন্তু তিনি পৌঁছানোর আগেই বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে মৃত্যুবরণ করেছেন তার স্ত্রী উম্মে শিশিরের বাবা মমতাজ আহমেদ (৭২)।
সাকিবের শ্বশুরের বাড়ি নরসিংদীর মনোহরদীর খিদিরপুর ইউনিয়নে। যুক্তরাষ্ট্রেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মমতাজ আহমেদ।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরেন ৩৩ বছর বয়সী অলরাউন্ডার। তবে টুর্নামেন্টে নিজের ছায়া হয়ে ছিলেন সাকিব। ৯ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে ১১০ রান। বল হাতে নিয়েছেন ৬ উইকেট।
শুক্রবার (১৮ ডিসেম্বর) ফাইনালে সাকিবের দল খুলনা মুখোমুখি হবে গাজী গ্রুপ চট্টগ্রামের।
এনএফ৭১/আরআর/২০২০
বিষয়: বঙ্গবন্ধু টি-টোয়েন্টি খুলনা জেমকন সাকিব আল হাসান যুক্তরাষ্ট্র স্ত্রী উম্মে শিশির বাবা মমতাজ আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।