আর্জেন্টিনার জয়ে ঢাবিতে বাঁধভাঙা উল্লাস
আর্জেন্টিনা শেষ ষোলোয়, মেসির হলো শুরু
রায়হান রাজীব | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২২, ০৪:৩০

অনেকটা শংকা ছিল, ভয়ও ছিল, আর ছিল অনেক কঠিন সমীকরণ। হারলেই আসর থেকে বিদায় আর জিতলেই বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত। এই লক্ষ্য পূরণের কঠিন কাজটা সহজেই সারল লিওনেল মেসির দল। গ্রুপ চ্যাম্পিয়ন ভিন্ন কোন চিন্তা নিয়ে মাঠে নামার সুযোগ ছিল না আলবিসেলেস্তোদের।
অবশেষে হলো সব শঙ্কা-সন্দেহের অবসান। ম্যাচের শুরুতে লিওনেল মেসির পেনাল্টি মিস এবং প্রথমার্ধের গোলশূন্যতা হতাশা বাড়িয়ে দিয়েছিল। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই অনবদ্য শটে গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার মার্ক এলিস্টার। এরপর ৬৭ মিনিটে দ্বিতীয় গোল করেন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ।
আর সেই মহারণে যোগ্য সেনাপতির মতোই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন লিওনেল মেসি। সবাই যেখানে শেষ দেখেন সেখান থেকে নতুন শুরু করা লিওতো জানেন কেমন করে ফিরে আসতে হয়।
ভোরের সূর্যটা সব সময় বলে দিতে পারে না দিনের শেষটা কেমন হবে। লিওনেল মেসির আর্জেন্টিনা সে কথা আবারও প্রমাণ করলো। বিষাদের করুণ সিম্ফনি দু’পায়ে ঠেলে দলকে এগিয়ে নিলো আলোর দিকে।
বুধবার দিবাগত রাত। প্রিয় দলের জয়ে বুকের ওপর থাকা পাহাড়সম চাপ যেনো সরে গেল আর্জেন্টিনা সমর্থকদের। খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে উল্লাসের আনন্দক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
ম্যাচের শেষ বাঁশির আওয়াজে প্রিয় দলের সমর্থনে মুহুর্মুহু স্লোগানে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল মাঠ প্রাঙ্গণ। নাচে-গানে উল্লাসে ফেটে পড়েন আর্জেন্টিনা সমর্থকরা। প্রতিটি খণ্ড মিছিল থেকে শোনা যায় মেসি আর আর্জেন্টিনার জয়ধ্বনি।
আর্জেন্টিনা সমর্থকরা বলছেন, আমরা আশা হারাইনি। মেসির নেতৃত্বে আর্জেন্টিনা তা পূরণ করতে পেরেছে। আশা করি নকআউট পর্বেও আর্জেন্টিনা জয়ের ধারা অব্যাহত রাখবে।
আর্জেন্টিনার এক নারী সমর্থক বলেন, গ্রুপ পর্বের বাকিদুটো খেলায় যা পাইনি। আজকে তার পুরোটাই পেয়েছি। এই আর্জেন্টিনাকেই আমরা দেখতে চাই। পুরো খেলাটাই জোস ছিল। আশা করি আমরা কাপ জিতবো।
এবার দেখার অপেক্ষা নতুন শুরুটা মেসি রাঙাবেন কেমন করে। কোন গল্পের বাঁকে তিনি ভেড়াবেন তার শেষ তরী?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।