• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


জোড়া সুসংবাদ পেল ব্রাজিল

নিশি রহমান | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২২, ০০:০৩

কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে আজ মুখোমুঝি ব্রাজিল ও দক্ষিণ কোরিয়া। খেলতে নামার আগে জোড়া সুসংবাদ পেলেন ব্রাজিল দল।

বিশ্বকাপের শুরু থেকেই দুঃসংবাদ ভর করছিল ব্রাজিল শিবিরে। দলের নিউক্লিয়াস নেইমার প্রথম ম্যাচেই চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন। চোট এতটাই গভীরে ছিল যে, তার বিশ্বকাপ খেলাটাই অনিশ্চিত হয়ে পড়েছিল।

ক্যামেরুনের বিপক্ষে শেষ ম্যাচে হারের দগদগে ক্ষতও বহন করতে হচ্ছিল তিতে শিষ্যদের। ‘বি’ টিম নিয়ে মাঠে নেমে দর্শকদের হতাশ করেছিলেন আলভেজরা।

এদিকে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন ফুটবলের রাজা পেলে। তার মৃত্যু সংবাদ পাওয়ার অপেক্ষায়।শঙ্কাগুলো অবশেষে দূরীভূত হতে চলেছে। ব্রাজিল থেকে সুসংবাদ এসেছে পেলের শারীরিক অবস্থার। পেলে জানিয়েছেন তিনি দলের খেলা দেখছেন। ব্রাজিলের খেলা তাকে শক্তি জুগিয়েছে।

আবার এদিকে টিম ডাক্তার জানাচ্ছেন, নেইমার সুস্থ হয়ে উঠেছেন, অনুশীলন করছেন। নেইমারও বলছেন, ভালো আছি। কোচ তিতে বলছেন, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই নেইমারকে বিবেচনার কথা।আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবেন নেইমার।

 আত্মবিশ্বাসের সঙ্গে অধিনায়ক থিয়েগা সিলভা বলেছেন, গ্রুপপর্বে কী হয়েছে সেটি আমরা ভুলে গেছি, আপনারাও ভুলে যান। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে এটি আমাদের নতুন ম্যাচ। ব্রাজিল দল তাদের সেরাটা দিয়েই কোয়ার্টার ফাইনালে পৌঁছাবে।

তবে তিনি প্রতিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিয়ে আরো বলেছেন, কোরিয়ানদের গতি আছে, বল পাসিং ক্ষমতা আছে, ডিফেন্স আছে। তবে তাদের দুর্বলতাও আমাদের জানা আছে।

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে নামার আগে নেইমারের সুস্থতার খবরের পাশাপাশি পেলের শারীরিক অবস্থাবিষয়ক সুসংবাদ ব্রাজিল দলকে উজ্জীবিত করছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top