টাইগারদের খেলা ভারতে সম্প্রচার হলেও দেখা যাবে না বাংলাদেশে
শাকিল খান | প্রকাশিত: ৭ মে ২০২৩, ১৯:১৭
বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ সরাসরি সম্প্রচারিত হবে কিনা এ নিয়ে ছিল সংশয়। অবশেষে কেটে গেলো সেই শঙ্কা। সিরিজ শুরুর দিন তিনেক আগে সিরিজটি সরাসরি সম্প্রচার করার কথা জানিয়েছে প্রিমিয়ার স্পোর্টস। তবে বাংলাদেশে কোনো চ্যানেলে দেখা যাবে তা এখন পর্যন্ত অনিশ্চিত।
শনিবার (৬ মে) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড।
প্রিমিয়ার স্পোর্টস যুক্তরাজ্য ও নর্থান আয়ারল্যান্ডে সম্প্রচার করে থাকে। উইলো টিভিতে খেলা উপভোগ করতে পারবেন উত্তর আমেরিকায় বসবাসকারী ক্রিকেট সমর্থকরা। আর ফ্যানকোড শুধু ভারতে লাইভ সম্প্রচার করে থাকে।
বাংলাদেশে সম্প্রচারকারী চ্যানেলের বিষয়ে শিগগিরই নিশ্চিত করবে বলেই জানিয়েছে, ক্রিকেট আয়ারল্যান্ড। তবে এখন পর্যন্ত খবর, তামিম-সাকিবদের খেলা ভারতে দেখা গেলেও দেখা যাবে না বাংলাদেশে সম্প্রচারকারী কোনো টিভি চ্যানেলে।
স্বাগতিক বোর্ডই মূলত সম্প্রচার স্বত্ব বিক্রি করে থাকে। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড এটি করছে তৃতীয় পক্ষ টোটাল স্পোর্টস ম্যানেজম্যান্টের (টিএসএম) মাধ্যমে। এই টিএসএম এর কাছ থেকে এখন পর্যন্ত দেশি কোনও টিভি চ্যানেল সম্প্রচার স্বত্ব কেনেনি।
আগামী ৯ মে দ্য ক্লাউড কাউন্টি গ্রাউন্ড, চেমসফোর্ডে মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে। বাকি দুই ম্যাচ হবে ১২ ও ১৪ মে। সবগুলো ম্যাচই হবে চেমসফোর্ডে।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
আয়ারল্যান্ড ওয়ানডে স্কোয়াড
অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, কুর্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, স্টিফেন ডোহানি, ফিওন হ্যান্ড, গ্রাহাম হিউম, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, পল স্টারলিং, হ্যারি টেক্টর, লরকান টাকার, ক্রেইগ ইয়াং।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।