বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ পরিত্যক্ত, সরাসরি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা

শাকিল খান | প্রকাশিত: ১০ মে ২০২৩, ২০:৪৮

ছবি: সংগৃহীত

ইংল্যান্ডের চেমসফোর্ডে আগে ব্যাট করে ২৪৬ তোলে বাংলাদেশ। জবাবে ১৬.৩ ওভারে তিন উইকেট হারিয়ে ৬৫ রান তোলে আয়ারল্যান্ড। এরপরেই শুরু হয় বৃষ্টি। সেই বৃষ্টি না থামায় শেষ পর্যন্ত পরিত্যক্ত করা হয়েছে। ফলে ভারত বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণের টিকিট পেল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে আয়ারল্যান্ডকে খেলতে হবে বাছাইপর্বে।  একই মাঠে শুক্রবার দ্বিতীয় ওয়ানডেতে লড়বে দুই দল। সেদিনও আবহাওয়ার পূর্বাভাসে আছে বৃষ্টির শঙ্কা।

এদিকে বাংলাদেশের সঙ্গে সিরিজের ৩টি ম্যাচই জিততে পারলে অষ্টম দল হিসেবে সরাসরি বিশ্বকাপে অংশ নেয়ার সুযোগ থাকত আয়ারল্যান্ডের। কিন্তু প্রথম ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় সে সুযোগ হাতছাড়া হলো আইরিশদের।

ওয়ানডে সুপার লিগের দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৯৮। আয়ারল্যান্ডের পয়েন্ট ৬৮। তিন ম্যাচের সিরিজে তারা বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিততে পারলে পয়েন্ট হত ৯৮। তখন নেট রানরেটে আয়ারল্যান্ডের সরাসরি যোগ্যতা অর্জনের সম্ভাবনা বেশি থাকত। কিন্তু খেলা ভেস্তে যাওয়ায় বাংলাদেশ ও আয়ারল্যান্ড দুদলই ৫ পয়েন্ট করে পেল। অর্থাৎ, বাকি দুটি ম্যাচ জিতলেও সর্বোচ্চ ৯৩ পয়েন্ট হবে আয়ারল্যান্ডের।

ভারত বিশ্বকাপের টিকিট পাওয়া অন্য ৭টি দল হলো- নিউজিল্যান্ডের ১৭৫, ইংল্যান্ডের ১৫৫, ভারতের ১৩৯, বাংলাদেশের ১৩৫, পাকিস্তানের ১৩০, অস্ট্রেলিয়ার ১২০ ও আফগানিস্তানের পয়েন্ট ১১৫।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top