বাংলাদেশে আসা নিয়ে যা বললেন বিশ্বজয়ী মার্টিনেজ

শাকিল খান | প্রকাশিত: ৩০ মে ২০২৩, ২৩:৪১

ছবি: সংগৃহীত

আগামী জুলাই মাসে কলকাতা সফরে আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। এই সফরে তিনি বাংলাদেশেও আসার আগ্রহ প্রকাশ করেন। যা নিয়ে সপ্তাহখানেক ধরেই দুই বাংলার ক্রীড়াঙ্গনে উত্তেজনা বিরাজ করছে।

আগামী ৩ থেকে ৫ জুলাই তিনি কলকাতায় থাকবেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এর মধ্যেই ঢাকাও ঘুরে যাবেন তিনি।

আগেই মার্তিনেজের সফর কথা জানা গিয়েছিল। এবার ফেসবুকে সেই কথাই মনে করালেন গোলপোস্ট আগলে রাখা মার্তিনেজ।

মার্তিনেজ লিখেছেন, ‘সবাইকে শুভেচ্ছা। আমি আগামী ৩-৫ জুলাই ভারতীয় উপমহাদেশে প্রথমবারের মতো সফর করব। এই সফরে বিভিন্ন দাতব্য কার্যক্রমে অংশগ্রহণ করবো। একই সাথে মোহনবাগান ক্লাবের একটি দাতব্য ম্যাচে প্রধান অতিথি হিসেবে থাকব। এর পাশাপাশি ভক্তদের সঙ্গে বিভিন্ন কার্যক্রম, পৃষ্ঠপোষকদের হয়ে শুভেচ্ছা বিনিময় ছাড়াও ফুটবল সংক্রান্ত প্রচারণায় অংশ নেব। আমি জানি, কলকাতা ও বাংলাদেশে আর্জেন্টিনার প্রচুর ভক্ত ও সমর্থক আছেন। আমি তাদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। এমন উদ্যোগের জন্য শতদ্রুকে ধন্যবাদ। আমি তোমাদের ভালোবাসি।’

কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত শুধু কলকাতায় আনার ব্যাপারে যোগাযোগ করেছিলেন মার্তিনেজের সঙ্গে। মার্তিনেজ ঢাকায় আসছেন সম্পূর্ণ নিজের আগ্রহেই। তার ইচ্ছাতেই শতদ্রু সফরসূচিতে ঢাকাও যোগ করেন।

বুধবার তার এজেন্ট শতদ্রু দত্ত ঢাকা সফরে আসবেন। এর পরদিন সংবাদ সম্মেলন করে মার্টিনেজের সফরের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার কথা রয়েছে। প্রাথমিকভাবে তিনি জানান, ৩ জুলাই ঢাকায় আসবেন। শেষ দুই দিন থাকবেন কলকাতায়।

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top