১০ মিনিটেই শেষ মেসিদের ম্যাচের টিকিট
শাকিল খান | প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৩, ২৩:৪২
লিওনেল মেসি যখন ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন, তখন থেকেই যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের মাঝে সৃষ্টি হয় নতুন উন্মাদনা। বিশ্বের সেরা ফুটবলারকে দেখার জন্য তারা বড় অঙ্কের অর্থ খরচ করে এসেছেন স্টেডিয়ামে। অভিষেকের পর তিন ম্যাচের তিনটিতেই গোল করে দলকে জয় এনে দিয়েছিলেন লিও। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দলটি এখন লিগস কাপের শেষ আট নিশ্চিতের জন্য লড়বে।
অভিষেকের পর থেকে এখন পর্যন্ত কেবল মায়ামির ঘরের মাঠেই খেলেছেন লিও। রাউন্ড অফ সিক্সটিনে এসে প্রথমবারের মতো অ্যাওয়ে মাঠে খেলতে নামবেন মেসি। লিগস কাপের শেষ ষোলোর প্রথম ম্যাচে রোববার (৬ আগস্ট) এফসি ডালাসের মুখোমুখি হবে ইন্টার মায়ামি। ম্যাচটি হবে ডালাসের মাঠে।
ম্যাচটির টিকিট বাজারে ছাড়ার ১০ মিনিটের মধ্যেই সব বিক্রি হয়ে গেছে! টেক্সাসের টয়োটা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি ঘিরে মেসিভক্তদের উন্মাদনা বেড়েই চলছে। ফুটবল ইতিহাসে কোনো ক্লাবের ম্যাচের টিকিট এতো দ্রুত বিক্রি হয়নি এর আগে।
ডালাসের এক কর্মকর্তা বলেন, ‘ফ্র্যাঞ্চাইজি ক্লাবটির ইতিহাসে কখনো এত দ্রুত সব টিকিট বিক্রি হয়নি। সবচেয়ে সস্তা আসনের টিকিট বিক্রি হয়েছে ২৯৯ ডলার করে। আর অনলাইনে পুনরায় বিক্রি করা যায় এমন টিকিট বিক্রি হয়েছে প্রতিটি ৯০০০ ডলারে।’
এদিকে মিয়ামির জার্সিতে এখনো পর্যন্ত স্বভাব সুলভ জাদু দেখিয়েই যাচ্ছেন মেসি। অভিষেক ম্যাচে ফ্রি কিকে দুর্দান্ত গল করে দলকে জয় এনে দেয়ার পর পরের দুই ম্যাচেও জোড়া গোলের দেখা পেয়েছেন তিনি। ফলে ক্লাবটির জার্সিতে মাত্র তিন ম্যাচ খেলেই পাঁচ গোলের মালিক বনে গেছেন তিনি।
বিষয়: লিওনেল মেসি মায়ামি টিকেট newsflash71
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।