বিশ্বকাপের ভিসা প্রক্রিয়ায় সৌম্য থাকলেও নেই মাহমুদউল্লাহ

শাকিল খান | প্রকাশিত: ২২ আগষ্ট ২০২৩, ২০:১০

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের বাকি দেড়মাস। মাঝে এশিয়া কাপ থাকলেও বিশ্বকাপের জন্য এখন থেকেই নিজেদের গুছিয়ে নিতে শুরু করেছে বাংলাদেশের ক্রিকেট দল। প্রস্তুতির অংশ হিসেবে এবার ভারত যাবার জন্য ভিসার আবেদন করেছে জাতীয় দলের ক্রিকেটাররা। খুব সাধারণ এই প্রক্রিয়াও অবশ্য এখন আলোচনার বিষয়। আর এর পেছনেও আছে বড় কারণ। 

জাতীয় দলের রাডারে থাকা কয়েকজন ক্রিকেটারও ভারতীয় ভিসার জন্য আবেদন করেছেন। বিসিবি সূত্র জানিয়েছে, ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য ২৫ জন ক্রিকেটারকে ভিসা আবেদন করানো হয়েছে। এর মধ্যে এশিয়া কাপের স্কোয়াডে থাকা ১৭ ক্রিকেটার খুব স্বাভাবিকভাবেই আছেন। এর সঙ্গে রয়েছেন বিশেষ ক্যাম্পে থাকা আরও ৮ ক্রিকেটার। আর এই ৮ ক্রিকেটারের তালিকায় আছেন সৌম্য সরকারও। তবে ২৫ জনের তালিকায় নেই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ।

জানা গেছে, সোমবার ভিসা প্রক্রিয়া করতে সবার আগে যান হেড কোচ হাথুরু। এরপর ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সেখানে যান। এ সময় তার সঙ্গে গিয়েছিলেন তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, সৌম্য সরকার এবং বাকি ক্রিকেটাররা।

এদিন সবাই ভিসা করতে গেলেও পারিবারিক কারণে ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ক্রিকেটারের মায়ের অসুস্থতাই তার না আসার কারণ বলে জানা গিয়েছে।

বিশ্বকাপের মূল স্কোয়াডে না থাকলেও পরিকল্পনার অংশ হিসেবেই থাকছেন সৌম্য-জাকিররা। ব্যাক-আপ ক্রিকেটার কিংবা ৮ জনের বিশেষ ক্যাম্পে থাকছেন তারা।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top