কাল শুরু ওয়ানডে বিশ্বকাপ, আজ অধিনায়কদের মিটিং
রায়হান রাজীব | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৩, ১৪:৪১
দুয়ারে কড়া নাড়ছে ক্রিকেট বিশ্বকাপ। দেখতে দেখতে মহেন্দ্রক্ষণটি এসেই গেল। কাল শুরু হতে যাচ্ছে ক্রিকেটের সবচেয়ে বড় আসর। বিশ্বের সেরা ১০টি দল লড়াই করবে একটি বিশ্বকাপ ট্রফির জন্য।
তবে আজ ক্রিকেট বিশ্বকাপ শুরুর দামামা বেজে উঠবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এটি বিশ্বকাপের উদ্বোধনী ও ক্যাপ্টেনস ডে অনুষ্ঠান। সেখানে অনুষ্ঠিত হবে ১০ অধিনায়কের অফিসিয়াল ফটোসেশন। তবে উদ্বোধনী অনুষ্ঠান না হওয়া নিয়ে একটা শঙ্কার খবর ছড়িয়ে পড়েছে গণমাধ্যমে।
উদ্বোধনী অনুষ্ঠান হোক বা না হোক, বিশ্বকাপ শুরুর দামামা আনুষ্ঠানিকভাবে আজই বাজবে। আগামীকাল থেকে শুরু হবে মাঠের লড়াই। অধিনায়কদের মিটিং হবে বাংলাদেশ সময় বিকাল ৩টার দিকে। সেখানে কুশলাদি বিনিময় করবেন সাকিব আল হাসান-জস বাটলার, রোহিত শর্মারা।
আহমেদাবাদের এই নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই আগামীকাল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ২০১৯ বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। বাংলাদেশের বিশ্বকাপ শুরু হবে ৭ অক্টোবর, ধর্মশালার এইচপিসিএ স্টেডিয়ামে আফগানিস্তানের ম্যাচ দিয়ে। ১০ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচটিও বাংলাদেশ খেলবে এই ধর্মশালাতেই, ইংল্যান্ডের বিপক্ষে।
বিশ্বকাপ সামনে রেখে প্রতিটি দলই শেষ সময়ের প্রস্তুতি সেরে নিচ্ছে। সেই প্রস্তুতির ফাঁকে ফাঁকে ক্রিকেটাররা নিজ নিজ দেশের মানুষকে শানাচ্ছেন আশাবাদের গান। দিচ্ছেন ভারতের মাটিতে ভালো কিছু উপহার দেওয়ার প্রস্তুতি।
এ নিয়ে চতুর্থবার বিশ্বকাপের স্বাগতিক হচ্ছে ভারত। জৌলুসপূর্ণ আয়োজন, ব্যাপকতা আর ব্যপ্তিতে অন্য আসরগুলোকে ছাড়িয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বিসিসিআইয়ের। ওয়ানডে ক্রিকেট ওয়ার্ল্ডকাপ চলবে ১৯ নভেম্বর পর্যন্ত।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।