শক্তিশালী অষ্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশের যুবারা
রায়হান রাজীব | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৪, ১৬:১০
অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ক্রিকেট পরাশক্তি অষ্ট্রেলিয়াকে ৫ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের যুবারা।
আগামীকাল ১৯ জানুয়ারি (শুক্রবার) পর্দা উঠছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের। ১ম প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার কাছে হেরে গেলেও সর্বশেষ প্রস্তুতি ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে দারুণ জয়ে আত্মবিশ্বাস বাড়ালো যুবা টাইগারদের।
শুরুতে টস জিতে ব্যাটিংয়ে নামে অষ্ট্রেলিয়া। পেসার রোহানাত দৌলাহ বর্ষণের হ্যাটট্রিকসহ ৪ উইকেটের নৈপুণ্যে ১৬৫ রানেই গুটিয়ে যায় অষ্ট্রেলিয়ান যুবারা। রান তাড়ায় চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের ৫৯ বলে ৫৩ রানের দায়িত্বশীল ইনিংসে ১০৭ বল বাকি থাকতে বড় ব্যবধানের জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা। আগামী ২০ জানুয়ারি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে লড়বে বাংলাদেশ।
সম্পাদনাঃ রাশেদ রাসেল
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।