নীল কার্ডের বিপক্ষে স্বয়ং ফিফা সভাপতি!

রাশেদ রাসেল | প্রকাশিত: ৩ মার্চ ২০২৪, ১৩:১৯

ছবি: সংগৃহীত

ফুটবলে প্রথম বিশ্বকাপ থেকেই দুইটি কার্ডের প্রচলন রয়েছে। হলুদ কার্ড ও লাল কার্ড।

১৯৭০ সালের মেক্সিকো বিশ্বকাপ থেকেই যা ফুটবলে ব্যবহার হচ্ছে। তবে সম্প্রতি ফুটবলে হলুদ কার্ড এবং লাল কার্ডের পাশাপাশি নতুন আরও একটা কার্ড যোগ করা হয় তা হল নীল কার্ড।

ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) এই কার্ডের প্রস্তাব দিয়ে জানিয়েছে রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করা কিংবা বাজেভাবে ফাউল করা খেলোয়াড়কে নীল কার্ড দেখাতে পারবেন রেফারিরা। শাস্তি হিসেবে ঐ খেলোয়াড়কে ১০ মিনিট মাঠের বাইরে থাকতে হবে। তবে সংস্থাটির এই প্রস্তাবের বিরোধিতা করেছেন ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তিনি সাফ জানিয়েছিলেন, এই কার্ড ম্যাচে ব্যবহার করা যাবে না।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top