তামিমের সাথে বৈঠক শেষ, সিদ্ধান্ত আসবে শীঘ্রই
রাশেদ রাসেল | প্রকাশিত: ১১ মার্চ ২০২৪, ১৬:০০
তামিম ইকবাল কি আবারও ফিরবেন জাতীয় দলের হয়ে। নাকি অভিমানের বেড়াজালে হারিয়ে যাবেন বাংলাদেশের সেরা ওপেনার।
গেল বিশ্বকাপের পর থেকে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে আলোচিত বিষয় দেশের জার্সিতে টাইগার এই সাবেক অধিনায়কের ফেরা না ফেরা প্রসঙ্গ। সর্বশেষ বিপিএল শেষ করেই তামিম বলেছিলেন, বোর্ডের সঙ্গে গুরুত্বপূর্ণ মিটিং শেষ করে তবেই ঠিক করবেন জাতীয় দলে নিজের ভবিষ্যৎ।
সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও বলেছিলেন দ্রুতই তার (তামিম) সঙ্গে বসবেন দুই বোর্ড কর্মকর্তা। গতকাল রোববার সেই বৈঠক সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
বৈঠকে তামিমের সঙ্গে উপস্থিত ছিলেন ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস এবং এনায়েত হোসেন সিরাজ। বৈঠকে তামিমের কথা শুনেছেন দুই বোর্ড পরিচালক এরপর সেই কথা জানাবেন বিসিবি সভাপতির কাছে। এমনটিই আজ ঢাকা পোস্টকে নিশ্চিত করলেন জালাল ইউনুস।
জালাল বলছিলেন, 'আলাপ আলোচনা হয়েছে। এখন বিষয়গুলো আমরা সভাপতি সাহেবের (পাপন) কাছে জানাব। আলাপ করার পরে তারপর আমরা একটা বক্তব্য দেবো। তার (তামিম) প্ল্যান আমরা শুনেছি, এবার সভাপতিকে জানিয়ে আলাপ শেষে আমরা বিস্তারিত জানাতে পারবো।'
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।