আজ যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

শাকিল খান | প্রকাশিত: ১৩ মার্চ ২০২৪, ১২:৫১

ছবি: সংগৃহীত

নিদাহাস ট্রফি থেকে সম্প্রতি শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজ, কখনো ‘নাগিন ড্যান্স’ আবার কখনো ‘টাইমড আউট’ সেলিব্রেশন নিয়ে বেশ উত্তাপ ছড়িয়েছে শ্রীলংকার সঙ্গে বাংলাদেশের।

গত বছরের ডিসেম্বরে সর্বশেষ ৫০ ওভারের ক্রিকেট খেলেছেন বাংলাদেশ। সেটি ছিল নিউজিল্যান্ড সফরে। আজ দুপুর ২টা ৩০ মিনিটে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।

আগের দিনই একাদশ নিয়ে কিছুটা আভাস দিয়ে রেখেছিলেন নাজমুল হোসেন শান্ত। লংকা সিরিজের জন্য ঘোষিত দলে রয়েছে প্রতিষ্ঠিত চার ওপেনার। তার মধ্যে কে খেলবেন কে খেলবেন না সেটা নিয়ে অনিশ্চয়তা। যদিও লিটস দাস থাকছেন নিশ্চিত।

এদিকে সৌম্য সরকারকে নিয়ে যেন কিছুটা আশাবাদী শোনাল শান্তকে। নতুন টাইগার অধিনায়কের ভাষ্য, ‘অনেক দিন পর এসে গত সিরিজে তিনটা ম্যাচ খেলল (সৌম্য), একটা তো বড় ইনিংসও খেলল। তবে ধারাবাহিকতা সব ব্যাটসম্যানেরই ধরে রাখা প্রয়োজন। সৌম্যসহ সবাই সেটা নিয়ে কাজ করছে। আশা করব, এই সিরিজেও সুযোগ পেলে দলের জন্য ভালো কিছু করবে।’

টাইগারদের সম্ভাব্য একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top