মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২৫, ৭ মাঘ ১৪৩১

এএফসি অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাতিল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২১, ২২:০৯

এএফসি অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাতিল

এশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা এএফসি কয়েকটি টুর্নামেন্ট বাতিলের ঘোষণা দিয়েছে। সেই সঙ্গে সংস্থাটি চ্যাম্পিয়ন্স লিগ ও এএফসি কাপ ক্লাব টুর্নামেন্টের কেন্দ্রীভূত গ্রুপ পর্বের কথা বলেছে।

যথাক্রমে বাহরাইন ও উজবেকিস্তানে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ বাতিল করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। সেই সাথে বাহরাইনে অনুষ্ঠেয় আঞ্চলিক ফুটসল টুর্নামেন্টও বাতিল করা হয়েছে। থাইল্যান্ডে অনুষ্ঠেয় বিচ সকার কাপও বাতিল ঘোষণা করা হয়েছে।

এক বিবৃতিতে এএফসি জানিয়েছে, ‘করোনা মহামারীর ঝুঁকি বিবেচনায় নিয়ে টুর্নামেন্টগুলো বাতিল করা হয়েছে।’

নতুন করে সম্প্রসারিত ৪০ দলের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের খেলা একটি পশ্চিম এশীয় দেশ ও একটি পূর্ব এশীয় দেশে অনুষ্ঠিত হবে। এটি শুরু হবে এপ্রিলের মাঝামাঝি সময় থেকে।

রাউন্ড অব সিক্সটিন ও কোয়ার্টার ফাইনাল পর্বের ম্যাচ যথাক্রমে ১৩-১৫ সেপ্টেম্বর ও ২৭-২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। দুই লেগের সেমিফাইনাল হবে ১৯-২০ অক্টোবর ও ২৬-২৭ অক্টোবর। দুই লেগের ফাইনাল ম্যাচ হবে যথাক্রমে ২১ ও ২৭ নভেম্বর।

দ্বিতীয় স্তরের এএফসি কাপ পাঁচটি আঞ্চলিক ভেন্যুতে অনুষ্ঠিত হবে। এটি মে মাসের মাঝামাঝি সময়ে শুরু হবে।

এসব ম্যাচের নাম জানায়নি এএফসি। পরবর্তীতে এটি নির্ধারিত করা হবে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top