আইসিসির বোলিং র্যাংকিংয়ের শীর্ষ দশের তালিকায় মিরাজ-মুস্তাফিজুর
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২১, ০১:০৬
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ওয়ানডে বোলিং র্যাংকিংয়ের শীর্ষ দশের তালিকায় ওঠেছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও মুস্তাফিজুর রহমান। এ ছাড়া অল রাউন্ডার তালিকায় এখনো শীর্ষস্থান ধরে রেখেছেন দেশসেরা সাকিব আল হাসান।
মূলত কোনো ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর আইসিসি তাদের র্যাংকিং ঘোষণা করে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ-উইন্ডিজ সিরিজ শেষ হওয়ার পর বুধবার (২৭ জানুয়ারি) আইসিসি এই ফরম্যাটে ব্যাটিং-বোলিং ও অলরাউন্ডার র্যাংকিং ঘোষণা করেছে।
যেখানে ৯ ধাপ এগিয়ে ৬৯৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ স্পিনার মেহেদী মিরাজ ৪ নম্বরে ওঠে গেছেন। আর ১১ ধাপ এগিয়ে ৬৫৮ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার আট নম্বরে আছেন পেসার মুস্তাফিজুর রহমান। ১৫ ধাপ এগিয়ে ৬২৯ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ের ১৩তম স্থানে আছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ওয়ানডের অল রাউন্ডার র্যাংকিংয়ে এখনো শীর্ষস্থানটা তারই দখলে। রেটিং পয়েন্ট ৪২০।
এনএফ৭১/আরএইচ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।