সৌরভের এনজিওগ্রাম পরীক্ষা আজ, বসানো হতে পারে স্টেন্ট
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০২১, ১৮:৫০
হঠাৎ বুকে ব্যথা উঠলে বুধবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলিকে। আগের থেকে কিছুটা সুস্থ হয়ে উঠলেও আজ (বৃহস্পতিবার) এনজিওগ্রাম ও রক্ত পরীক্ষা করা হবে।
বুকে স্টেন্ট বসানো হবে কীনা সেটা এনজিওগ্রাম পরীক্ষার পর জানা যাবে।
মঙ্গলবার রাত থেকেই বুকে ব্যথা অনুভব করেন বিসিসিআই প্রেসিডেন্ট। পরে ব্যথা বাড়লে কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ইএম বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।
ইতোমধ্যে তার ইকো কার্ডিয়োগ্রাম ও ইসিজি করা হয়েছে। ভারতীয় গণমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, বিষয়টি গুরুতর নয়। বৃহস্পতিবার তার এনজিওগ্রাম ও রক্ত পরীক্ষা করা হবে।
চিকিৎসক আফতাব খান বলেন, ‘সৌরভের শারীরিক পরীক্ষা খতিয়ে দেখার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে তাঁর গুরুতর কিছু হয়নি।’
হাসপাতাল থেকে জানা যায়, এ দিন বিকেলে হালকা খাবার খেয়েছেন সৌরভ। স্যুপ জাতীয় খাবারই তাঁকে দেওয়া হচ্ছে।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: সৌরভ এনজিওগ্রাম পরীক্ষা আজ স্টেন্ট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।