শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

হামজার মাঠে নামা হয়নি, জিতলো লিভারপুল

Ruhul Raj | প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০২৪, ১১:১২

বাংলাদেশের হামজা চৌধুরী

শুরুতেই ম্যাচে লিড নিয়েছিল লেস্টার সিটি। তবে সেটা ধরে রাখতে পারেনি। লিভারপুলের কাছে শেষ পর্যন্ত বড় ব্যবধানে হেরেছে লেস্টার। এই ম্যাচে লেস্টারের বদলির তালিকায় থাকলেও মাঠে নামার সুযোগ পাননি বাংলাদেশের হামজা চৌধুরী।

গত বৃহস্পতিবার রাতে অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচে লেস্টারকে ৩-১ গোলে হারিয়েছে লিভারপুল।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই এগিয়ে যায় লেস্টার। বাঁ দিক থেকে সতীর্থের পাস বক্সে পেয়ে চমৎকার ফিনিশিংয়ে জালে পাঠান ঘানার ৩৩ বছর বয়সী ফরোয়ার্ড আইয়ু। এরপর চেষ্টা করেও যেন জালের দেখা পাচ্ছিলো না স্বাগতিকরা। ৪৫তম মিনিটে সালাহর শট ক্রসবারে লেগে ফিরে আসে।

অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে সমতার স্বস্তি ফেরে স্বাগতিক শিবিরে। অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারের পাস থেকে বক্সের বাইরে প্রতিপক্ষের একজনকে কাটিয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান ডাচ ফরোয়ার্ড গাকপো। তাতে সমতায় শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে এগিয়ে যায় লিভারপুল। এবার গোলের দেখা পান ইংলিশ মিডফিল্ডার জোন্স। ৮২তম মিনিটে ব্যবধান বাড়িয়ে দলের জয় প্রায় নিশ্চিত করে ফেলেন সালাহ। গাকপোর পাস ধরে ডান দিক দিয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান মিশরীয় ফরোয়ার্ড।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top