হফেনহাইমকে উড়িয়ে বায়ার্ন মিউনিখের জয়
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০২১, ২১:১৫
হফেনহাইমকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন মিউনিখ। এর আগে প্রথম পর্বে হফেনহাইমের কাছে একই ব্যবধানে হেরেছিল বায়ার্ন।
এবার ঘরের মাঠে ম্যাচের ৩২ মিনিটে বোয়াটেংয়ের গোলে লিড নেয় দলটি। ৪৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টমাস মুলার। পরের মিনিটেই ক্রামারিচের গোলে ব্যবধান কমায় হফেনহাইম।
বিরতির পর রবার্ট লেভানডোভস্কির গোলে স্কোর লাইন ৩-১ করে স্বাগতিকরা। যা লিগে এবারের আসরে ২৪তম গোল এই পোলিশ স্ট্রাইকারের। আর ৬৩ মিনিটে জনাব্রি গোল করলে ৪-১ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় বায়ার্ন মিউনিখের।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: হফেনহাইম বায়ার্ন মিউনিখের জয়
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।