রোহিত-কোহলিকে ঘরোয়া টুর্নামেন্ট খেলার তাগিদ
Ruhul Raj | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৫, ১১:২৬
আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ সময়টা খুবই বাজেভাবে পার করছেন দুই ভারতীয় তারকা রোহিত শর্মা ও বিরাট কোহলি। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার সিরিজেও তাদের ব্যাট সেভাবে হাসেনি। ৩-১ ব্যবধানে সিরিজ হেরে ভারতও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ লড়াই থেকে ছিটকে গেছে। ব্যাট হাতে ব্যর্থতার দরুন দুজনই টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে নিচে নেমে গেছেন।
অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের এই সিরিজে প্রথম টেস্টে একটি সেঞ্চুরি পেয়েছিলেন কোহলি। এ ছাড়া বাকি চার টেস্টের ৭ ইনিংসে তার সর্বোচ্চ রান ৩৬, চারবারই তিনি দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। ফলে টেস্ট ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বড় মাশুলই গুনতে হয়েছে কোহলিকে। আজ প্রকাশিত সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে তিনি ৩ ধাপ পিছিয়ে ২৭ নম্বরে নেমে গেছেন। সর্বশেষ এক যুগ আগে ২০১২ সালে কোহলি র্যাঙ্কিংয়ে ২৫–এর বাইরে (৩৬) নেমেছিলেন, তার সেই কঠিন সময় ফিরে এলো আবারও।
অন্যদিকে, পিতৃত্বকালীন ছুটিতে থাকায় ওই সিরিজের প্রথম টেস্টে খেলেননি ভারতীয় অধিনায়ক রোহিত। এরপর তিন টেস্টে ব্যাট হাতে মাত্র ৩১ রান করেছেন। এমন অফফর্মের জন্য নিজেকে সরিয়ে নেন সিডনিতে হওয়া পঞ্চম টেস্ট থেকে। বাজে ফর্মে থাকা রোহিতও র্যাঙ্কিংয়ে ২ে ধাপ পিছিয়ে এখন ৪২ নম্বরে আছেন। এমন পরিস্থিতি কাটিয়ে উঠতে রোহিত-কোহলিকে ঘরোয়া টুর্নামেন্টে খেলার তাগিদ দিয়েছেন ভারতীয় কিংবদন্তি রবি শাস্ত্রী।
অস্ট্রেলিয়ান কিংবদন্তি রিকি পন্টিংয়ের সঙ্গে আইসিসি রিভিউতে আলোচনা করেছেন শাস্ত্রী। সেখানে সাবেক এই ভারতীয় কোচ বলেন, ‘যদি ফাঁকা সময় থাকে, তাদের (রোহিত-কোহলি) উচিৎ ঘরোয়া ক্রিকেট খেলা এবং দেখা এর অভিজ্ঞতা কেমন। কারণ যখন লম্বা সময় টেস্ট খেলবেন, দুটি কারণে ঘরোয়াতে খেলা গুরুত্বপূর্ণ। প্রথমত– আপনি বর্তমান প্রজন্মের সঙ্গে খেলে, তাদের সঙ্গে কিছু বিষয় আদান-প্রদান করতে পারবেন। দ্বিতীয়ত– এখানে অনেক বেশি স্পিন খেলার সুযোগ পাবেন, যা অন্য কোথাও মিলবে না।’
রবি শাস্ত্রী আরও বলেন, ‘যদি ভারতের নিজেদের স্পিন কন্ডিশনে খেলার রেকর্ড দেখেন, সেটি সুখকর কিছু নয়। যদি প্রতিপক্ষ দলে ভালো স্পিনার থাকে, তারা সহজেই বিপদে ফেলে দেয়। ফলে ভারতও বিপদে পড়ে।’ নিজেদের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ রোহিত-কোহলির হাতেই ছেড়ে দিয়েছেন শাস্ত্রী।
ভারতীয় দুই অভিজ্ঞ তারকার উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমি বিষয়টি (অবসর প্রসঙ্গ) তাদের হাতে ছেড়ে দিই এবং নিকট থেকে দেখতে চাই তারা আসন্ন খেলায় (আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি) কী করে। ক্ষুধা এবং ভালো করার তাড়না গুরুত্বপূর্ণ বিষয়। একজন ৩৬, আরেকজনের বয়স ৩৮ বছর। তার জানে তাদের ক্ষুধা কতটা। যদি মনে করে যথেষ্ট হয়েছে, তারা সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে।’
প্রসঙ্গত, আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। যেখানে রোহিতের ভারত সব ম্যাচই খেলবে দুবাইয়ে। টুর্নামেন্টের দ্বিতীয় দিন (২০ ফেব্রুয়ারি) দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে তারা মাঠে নামবে। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের সঙ্গী ভারত, নিউজিল্যান্ড ও পাকিস্তান।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।