এক সেকেন্ডের জন্য ৫০ লাখ টাকার বেশি পেয়েছেন নেইমার

রাজীব রায়হান | প্রকাশিত: ১২ জানুয়ারী ২০২৫, ১৭:০১

ছবি: সংগৃহীত

ইনজুরির সঙ্গে নেইমারের শত্রুতা নতুন নয়। মাঠে যতটুকু খেলেন, তার চেয়ে বেশি সময় কাটেম্যাচ না খেলে। এরপরও তার ব্যাংক অ্যাকাউন্টে যোগ হয়েছে মোটা অঙ্কের টাকা। ফ্রান্সের এক গণমাধ্যম দিয়েছে এমন তথ্য।

পিএসজি থেকে ২০২৩ সালে সৌদি আরবের ক্লাব আল হিলালে পাড়ি দেন নেইমার। তবে চোটের কারণে গত ১৮ মাস বেশির ভাগ সময়েই মাঠের বাইরে থাকতে হয়েছে ব্রাজিলিয়ান তারকাকে। এই সময়ে মাত্র ৭টি ম্যাচ খেলেছেন তিনি।

২০২৪ সালে আল হিলালের জার্সিতে মাত্র দুই ম্যাচের জন্য মাঠে নেমেছিলেন নেইমার। যেখানে ছিলেন মোটে ৪২ মিনিট। এই ৪২ মিনিট খেলে কী পরিমাণ অর্থ আয় করেছেন নেইমার? ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, গত বছর ৪২ মিনিট খেলেই ১০ কোটি ১০ লাখ ইউরো আয় করেছেন নেইমার!

ফলে প্রতি মিনিটের জন্য নেইমার পেয়েছেন প্রায় ২৪ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ৩০ কোটি টাকার ওপরে। হিসাবটা যদি সেকেন্ডে করা হয়, তাহলে আল হিলালের হয়ে ১ সেকেন্ডের জন্য ৫০ লাখ টাকার বেশি করে পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা!

কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে, নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না আল হিলাল। এত এত অর্থ দিয়ে শ্বেতহস্তী কোন প্রতিষ্ঠানই–বা কত দিন আর পুষতে চায়! তবে আল হিলাল চুক্তি নবায়ন না করলে নেইমার কোথায় যাবেন, তা এখনো স্পষ্ট নয়।

আল হিলালের কাছ থেকে কাড়িকাড়ি টাকা বেতন ভাগিয়ে নেওয়া নেইমার এখনও এসিএল চোটে ভুগছেন। এই অবস্থায় শোনা যাচ্ছে, নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না আল হিলাল। আর সেটি হলে মৌসুম শেষেই নতুন ঠিকানায় দেখা যাবে নেইমারকে।

২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি-তে বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমান নেইমার। ২০২৩ সালে ক্লাবটি যখন ছাড়েন, তখন ভিন্ন ভিন্ন চোটে ক্লাবটির হয়ে তিনি যা ম্যাচ খেলেন, তার চেয়ে বেশি ম্যাচ মিস করেছেন তিনি।

আল হিলালে নাম লিখিয়ে গত মৌসুমে মাত্র পাঁচ ম্যাচ খেলে এসিএল চোটে ছিটকে যান এক বছরের জন্য। গত অক্টোবরে ফিরে দুই ম্যাচ খেলে আবার চলে গেছেন মাঠের বাইরে। তাই গুঞ্জন রয়েছে তার ক্লাব ছাড়ার।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top