মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২ মাঘ ১৪৩১

দ্বিতীয় কিস্তিতে কত টাকা পেলেন দুর্বার রাজশাহীর খেলোয়াড়রা

বার্তা বিভাগ | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৩

ফাইল ফটো

অন্ধকার টানেলে যেন কিছুটা আলোর রেখা দেখতে পেলেন দুর্বার রাজশাহীর ক্রিকেটাররা। বিপিএল থেকে তাদের বিদায় নিশ্চিত হয়েছিল আগেই। এরপরও এই ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে বিতর্ক থামেনি কোনোভাবেই। দেশি-বিদেশি সব খেলোয়াড়দেরই বেতন আটকে ছিল ফ্র্যাঞ্চাইজির কাছে। এমনকি টুর্নামেন্ট থেকে বাদ হওয়ার পর মালিক শফিকুর রহমানের দেশ ছেড়ে যাওয়ার গুঞ্জনও কানে এসেছিল।

তবে ৩ ফেব্রুয়ারি দিনের প্রথম প্রহরে পুলিশি হেফাজতে নেয়া হয় দুর্বার রাজশাহীর মালিকানায় শফিকুর রহমানকে। সেখানেই তিনি জানান তিন কিস্তিতে খেলোয়াড়দের বাকি থাকা অর্থ পরিশোধ করা হবে। এর অন্যথা হলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থার পক্ষেও সায় দেন তিনি।

প্রতিশ্রুতি অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি একটি অংশ দেয়ার কথা ছিল ক্রিকেটারদের। সেই কথাও রেখেছে দলটি। গতকাল রাতেই চুক্তির আরও ২০ শতাংশ পারিশ্রমিক দেয়া হয়েছে দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের। এই নিয়ে ৪৫ শতাংশ অর্থ প্রদান করা হয়েছে খেলোয়াড়দের। প্রথম দফায় ২৫ শতাংশ পারিশ্রমিক দিয়েছিল তারা।

দুর্বার রাজশাহীর এক স্থানীয় খেলোয়াড় গতকাল রাতে ঢাকা পোস্টের সঙ্গে টেলিফোন আলাপে বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, দলে থাকা সব ক্রিকেটারই এই দফায় বেতন পেয়েছেন।

এর আগে পারিশ্রমিক প্রদানে চেক ব্যবহার করেছিল দুর্বার রাজশাহী। যদিও সেই চেক বাউন্সের ঘটনাও ঘটেছে। এদফায় অবশ্য তেমন বিতর্কের সুযোগ থাকছে না। নগদ টাকায় তাদের চুক্তির ২০ শতাংশ পরিশোধ করা হয়েছে।

অবশ্য পুলিশি হেফাজতের দেয়া প্রতিশ্রুতিতে রাজশাহী মালিক শফিকুর রহমান জানিয়েছিলেন, ২৫ শতাংশ হারে ৩, ৭ এবং ১০ ফেব্রুয়ারি ২০২৫ তথা তিন কিস্তিতে দলের সমস্ত পাওনা পরিশোধ করা হবে। প্রথম দিনে ২৫ শতাংশের বদলে ২০ শতাংশ অর্থ ক্রিকেটারদের হাতে তুলে দেয়া হয়েছে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top