শুরুতেই ফিরে গেলেন লিটন
স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ৪ ফেব্রুয়ারী ২০২১, ১৮:০৯
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই সাজঘরে ফিরে গেছেন লিটন দাস। ওয়ারিকানের বলে আউট হওয়ার আগে করেন ৩৮ রান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৫১ রান। ৪৩ রান নিয়ে ব্যাটিং করছেন সাকিব, সঙ্গে মেহেদি হাসান মিরাজ রয়েছেন ১ রানে।
এর আগে প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৪২ রানে থামে বাংলাদেশ। অপরাজিত ছিলেন সাকিব-লিটন।
বাংলাদেশের একাদশ: তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম এবং মোস্তাফিজুর রহমান।
ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জন ক্যাম্পবেল, এনক্রুমাহ বোনার, জার্মেইন ব্ল্যাকউড, জশুয়া ডা সিলভা (উইকেটরক্ষক), কাইল মায়ার্স, রাকিম কর্নওয়াল, শাইনে মোসলে, জোমেল ওয়ারিক্যান, কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েল।
এনএফ৭১/আরএইচ/২০২১
বিষয়: ফিরে গেলেন লিটন আউট
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।