শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১

আজ উড়তে থাকা ভারতের মুখোমুুখি লড়াকু বাংলাদেশ

রাহুল রাজ | প্রকাশিত: ২০ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৩

ফাইল ফটো

চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাবার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হুঙ্কার দিয়েছে বাংলাদেশ এবার চ্যাম্পিয়ান হবে। সেই গর্জনে চোখে রঙ্গীন চশমা পরে স্বপ্নের পৃথিবীতে বিচরণ করছে বাংলাদেশের ক্রিকেট ভক্তরা।

আজ উড়তে থাকা ভারতে বিপক্ষে প্রমান হবে শান্তর হুঙ্কার কী শুধুই লোক দেখানো ছিলো নাকি স্বপ্নকে বাস্তবে রূপান্তর করার ডাক।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশ সময় শুরু হবে বিকেল ৩টায়। সময়ই সাক্ষি দেবে কে বাঘ আর কে বিড়াল। দুবাইয়ে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ কতটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। তা বোঝা যাবে প্রতি বলে বলে।

২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপের পর থেকে ওয়ানডে ফরম্যাটে পারফরম্যান্স তলানিতে হলোও এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপার স্বপ্ন বাংলাদেশের। গত ওয়ানডে বিশ্বকাপের পর ১২টি ওয়ানডে খেলে মাত্র ৪টিতে জিতেছে টাইগাররা। সর্বশেষ প্রস্তুতি ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষেও পাত্তা পায়নি টিম টাইগার্সরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশকে নিয়ে খুব বেশি আশাবাদী নন রিকি পন্টিং, এবি ডি ভিলিয়ার্সের মত কিংবদন্তীরা। তাদের মতে, বড় দলকে হারানোর মত সামর্থ্য নেই বাংলাদেশের।

ভারতের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড আত্মবিশ্বাস করছে শান্তকে। ভারতের বিপক্ষে সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে তিনটিতে জিতেছে টাইগাররা। পাশাপাশি ভারতের বিপক্ষে খেলতে নামলে বাংলাদেশ শিবির যে সবসময়ই উজ্জীবিত থাকে এটিও কোন গোপন বিষয় নয়। শান্ত বলেন, ‘সাম্প্রতিক সময় আমরা (ভারতের বিপক্ষে) কয়েকটি ম্যাচ জিতেছি। গত বছর ভারতের বিপক্ষে ঘরের মাঠে আমাদের কিছু ভালো স্মৃতি হয়েছে।’ আরও বলেন, ‘কিন্তু সেটা এখন অতীত।

 

বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, তানজিদ হাসান, নাহিদ রানা।

ভারত স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পান্ত, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হার্ষিত রানা, মোহাম্মদ শামি, আর্শদীপ সিং, রবীন্দ্র জাদেজা, বরুণ চক্রবর্তী।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top