ক্যারিবীয় অধিনায়ক ব্র্যাথওয়েটকে ফেরালেন নাঈম

Rakib Hasan | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২১, ১৮:৪৫

ক্যারিবীয় অধিনায়ক ব্র্যাথওয়েটকে ফেরালেন নাঈম

চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলছে স্বাগতিক বাংলাদেশ। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের ৪৩০ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ।

তৃতীয় দিনের প্রথম বলেই ক্যারিবীয় ব্যাটসম্যান এনক্রমা বনারকে (১৭) নাজমুল হোসেন শান্তর ক্যাচ বানিয়ে শুরু করেছিলেন তাইজুল। এরপর কাইল মেয়ার্সকে নিয়ে মাত্র ৬৭ বলে ৫৫ রানের জুটি গড়েন অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট। তাকে ব্যক্তিগত ৭৬ রানে বোল্ড করেছেন স্পিনার নাঈম হাসান।

৮৬ বলে অর্ধশত পূরণ করা ব্র্যাথওয়েট পরবর্তী ২৫ বলে ২৬ রান করেছেন। প্রতিবেদন লেখার সময় ক্যারিবীয়দের সংগ্রহ ৪ উইকেটে ১৩৭ রান। কাইল মেয়ার্স ৩১ ও জার্মেইন ব্ল্যাকউড ৩ রানে ব্যাট করছেন।

এর আগে মিরাজের সেঞ্চুরি (১০৩) ও সাকিবের অর্ধশত (৬৮) রানের কল্যাণে নিজেদের প্রথম ইনিংসে ৪৩০ রান করে টাইগাররা।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top