সোমবার, ৩ মার্চ ২০২৫, ১৯ ফাল্গুন ১৪৩১

বরুণের ঘূর্ণিতে কিউইরা কাত, গ্রুপ সেরা হয়ে সেমিতে ভারত

বার্তাকক্ষ | প্রকাশিত: ৩ মার্চ ২০২৫, ১৫:২২

বরুণের ঘূর্ণিতে কিউইরা কাত, গ্রুপ সেরা হয়ে সেমিতে ভারত

নিউজিল্যান্ডের কাছে আড়ইশ’ রান খুব বড় লক্ষ্য নয়, তা হয়তো বলার অপেক্ষা রাখেনা। তবে এদিন রোহিত বাহিনী কিস্তিমাত করলো ঘূর্ণির যাদুতে। নিউজিল্যান্ডকে ২০৫ রানে অলআউট করে গ্রুপ সেরা হয়েই সেমিতে গেলো টিম ইন্ডিয়া। কিউইদের ৯টি উইকেট নিয়েছেন ভারতীয় স্পিনাররা।


২৫০ রানের লক্ষে ব্যাট করতে নেমে শুরুতেই রাচিনের উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর ইয়ং ও কেইন উইলিয়ামসনের জুটি সেই ধাক্কা সামলে নেয়। কিন্তু ইয়ংয়ের ইনিংস লম্বা হয়নি। এমনকি লম্বা হয়নি ডার্লি মিচেল, টম ল্যাথাম, গ্লেন ফিলিপসদের ইনিংসও। বরুণ-কুলদীপদের স্পিনের ভেলকিতে একমাত্র বুক চিতিয়ে লড়ে যাচ্ছিলেন উইলিয়ামসন। তিনি প্যাভিলিয়নে ফেরত (৮১) গেলে আর ঘুরে দাঁড়ানো হয়নি।

ভারতীয় বোলারদের মধ্যে বরুণ চক্রবর্তী পাঁচটি, কুলদীপ যাদব দুইট এবং হার্দিক, আকসার, জাদেজা একটি করে উইকেট নেন।

গ্রুপ ‘এ’ থেকে ভারত তিন ম্যাচেই জেতায় প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে তারা। চার মার্চ দুবাইতে হবে ম্যাচটি। পরদিন লাহোরে অন্য সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে।

দুবাইয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে দারুণ বোলিংয়ে শক্তিশালী ব্যাটিং ইউনিটের দল ভারতেকে আড়াইশ’র আগেই বেঁধে ফেলে নিউজিল্যান্ড। হেনরির পাঁচ উইকেট ও অসাধারণ কয়েকটি ক্যাচে ভারতের স্কোর গিয়ে দাঁড়ায় ২৪৯।

এদিন রোহিত, গিল, কোহলিরা ব্যর্থ হলে দলকে টেনে তোলেন শ্রেয়স (৭৯) ও আকসার (৪২)। পরে লোকেশ রাহুল (২৩) ও হার্দিকের (৪৫) কল্যাণে স্কোর গিয়ে দাঁড়ায় ২৪৯।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই রাচিনকে ফেরান জাদেজা। এর ইয়ং, মিচেল ল্যাথরা স্কোরবোর্ড সচল রাখলেও উইকেট আগলে রাখতে পারেন নাই। তবে ভারতের গলার কাঁটা হয়ে বিঁধে ছিলেন সাইলেন্ট কিলার খ্যাত কেইন উইলিয়ামসন। অবশেষে আকসারের একপি ফ্লাইটেড ডেলিভারিতে ধোকা খেয়ে যান তিনি। রাহুল স্ট্যাম্প উপড়ানোর আগেই প্যাভিলিয়নের পথ ধরে তিনি। ১২০ বলে তার সংগ্রহ ৮১। একমাত্র তিনিই কিউইদের জয়ে সুবাস দিচ্ছিলেন।

তবে স্যাটনার মাঠে এসেই হাত খুলে ব্যাট করতে শুরু করেছেন। এরই মধ্যে হাঁকিয়েছেন বিশাল দুটি ছক্কা। গ্রুপ সেরা হতে কিউইরা এখন তাকিয়ে ছিল তার দিকে। কিন্তু ৪৪ দশমিক দুই ওভারে বরুণ চক্রবর্তীর একটি সোজাসাপ্টা ডেলিভারি তার স্ট্যাম্প উপড়ে দেয়। ওই ওভারের চতুর্থ বলে ম্যাট হেনরির উইকেটও তুলে নেন তিনি। জয়ের জন্য ৩০ বলে তাদের দরকার ৫৪ রান, হাতে আছে আর এক উইকেট।

ভারতের বোলারদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সফল বরুণ চক্রবর্তী। নিয়েছেন পাঁচটি উইকেট।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top