সোমবার, ১০ মার্চ ২০২৫, ২৫ ফাল্গুন ১৪৩১

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের লক্ষ্য ২৫২

বার্তাকক্ষ | প্রকাশিত: ৯ মার্চ ২০২৫, ১৪:৪৪

চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের লক্ষ্য ২৫২

নিউজিল্যান্ডের কাছেই ২০০০ সালে স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতের। এবার সেই ফাইনাল হারের প্রতিশোধ নেওয়ার দারুণ সুযোগ ভারতের সামনে। দুবাইয়ে আজ ২৫২ রান করতে পারলেই চ্যাম্পিয়নস ট্রফির ইতিহাসে সর্বোচ্চ তিনবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবে ভারত।

ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু পেয়েছিল নিউজিল্যান্ড। ইনিংস উদ্বোধন করতে নেমে ৫৭ রানের জুটি গড়েন দুই ওপেনার উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র। তবে শেষে সংগ্রহটা বড় করতে পারেনি তারা। আসলে তাদের করতে দেননি ভারতীয় স্পিনাররা। কুলদীপ যাদব-বরুণ চক্রবর্তীরা বোলিংয়ে আসা মাত্র খেই হারিয়ে ফেলে নিউজিল্যান্ড।

বিনা উইকেটে ৫৭ রান কর দলটিই এক সময় ৭৯ রানে ৩ উইকেট হারিয়ে বসে। তাতে টানা দুই উইকেট নিয়ে বড় ধাক্কাটা দেন কুলদীপ। টুর্নামেন্টে প্রতিপক্ষের দুই সেরা ব্যাটার রাচিন ও কেন উইলিয়ামসনকে আউট করে। ৩৭ রান করা রাচিনকে গুগলিতে বোকা বানান চায়নাম্যান স্পিনার।


অপরদিকে কুলদীপের ফ্লাইটে বোকা বনে ভারতীয় স্পিনারকে ক্যাচ দিয়ে বসেন উইলিয়ামসন (১১)। এর আগে ইয়াংকে ১৫ রানে আউট করে ভারতকে প্রথম উইকেট এনে দেন বরুণ।
পরে দ্রুত টম লাথামকে (১৪) আউট করে সতীর্থদের সঙ্গে উইকেট উদযাপনে মাতেন রবীন্দ্র জাদেজাও। তবে অন্য স্পিনার অক্ষর প্যাটেল উইকেট না পেলেও রান দিতে কিপটেমির পরিচয় দিয়ে চাপ বাড়িয়েছেন প্রতিপক্ষের ওপর। ৮ ওভারে ২৯ রান দিয়েছেন তিনি।


অবশ্য এক উইকেট নেওয়া জাদেজা তার চেয়েও কম রান দিয়েছেন। ১০ ওভারে ৩০ রান দিয়েছেন জাড্ডু।
শেষ পর্যন্ত নিউজিল্যান্ড আড়াই শ রানের বেশি সংগ্রহটা পেয়েছে ড্যারিল মিচেল ও মাইকেল ব্রেসওয়েলের জোড়া ফিফটি। শুরুতে চাপে পড়া কিউইদের হয়ে ইনিংসের মাঝপথে সর্বোচ্চ ৬৩ রান করে দলের বিপর্যয় এড়ান মিচেল। আর শেষ দিকে ৫৩ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে লড়াইয়ে পুঁজি এনে দেন অলরাউন্ডার ব্রেসওয়েল। ভারতের হয়ে ২ টি করে উইকেট নিয়েছেন দুই স্পিনার বরুণ ও কুলদীপ।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top